বিদ্যুৎ যন্ত্রণায় ভুগছে তেলিয়ামুড়ার গ্রাম থেকে পাহাড়-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

১৯ জুন

সোমবার

তেলিয়ামুড়া প্রতিনিধিঃ বর্ষা আসতে না আসতেই বিদ্যুৎ যন্ত্রণায় ভুগছে তেলিয়ামুড়ার গ্রাম থেকে পাহাড়। বিশেষ করে করুন অবস্থা পাহাড়ি জনপদে।অধিকাংশ ক্ষেত্রেই বিদ্যুৎ দপ্তরের লোকেরা হচ্ছে 

হবে বলে দিন কাটিয়ে দিচ্ছেন বলে অভিযোগ। দিনের পর দিন  বিদ্যুৎ বিচ্ছিন্ন‌ও থাকছে কোন কোন এলাকা।দপ্তরের মন্ত্রী প্রতিনিয়ত রাজ্যের বিদ্যুৎ ব্যবস্থা সচ্চল রাখার চেষ্টা করছেন। কিন্তু  কিছু দ্বায়িত্বপ্রাপ্ত কর্মিদের গাফিলতির কারনে সাধারণ মানুষ যেমন ভোগান্তির স্বীকার হচ্ছেন পাশাপাশি বিদ্যুৎ দপ্তরকেও বদনাম করছে বলে অভিযোগ বিভিন্ন মহলের ।  তেলিয়ামুড়া বিদ্যুৎ দপ্তরের অধিন আঠারোমুড়ার ৩৫ মাইল গোবিন্দ পারায় বিগত চার দিন যাবত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় অসুবিধার সম্মুখীন হচ্ছেন এলাকাবাসী। দপ্তরের সারাইয়ের কোন উদ্যোগ না থাকার কারনে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। এক দিকে হাসফাস গরম এর উপর বৃষ্টি তুফানের জের। এমনিতেই মানুষ নাজেহাল অবস্থায়। আবার বিদ্যুৎহীন অবস্থায় দিনে দিনে এক 

                   হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

প্রকার অতিস্ট এলাকাবাসী। অভিযোগ বিদ্যুৎ দপ্তরে জানিয়েও কাজের কাজ কিছুই হচ্ছেনা।প্রতিদিনই সারাই করার প্রতিশ্রুতি দিলেও সারাই আর হচ্ছেনা। এদিকে বিদ্যুৎ না থাকার কারনে স্থানীয় বাসিন্দাদের ভরসা এখন কুপি বাতি, সন্ধ্যা ঘনিয়ে আসতেই আলোর একমাত্র মাধ্যম বলতে কেবল মাত্র কেরোসিন এর কুপি বাতি। 

অভিযোগ একদিকে যেমন আলোর অভাবে গৃহস্থালির কাজ কর্ম করতে অসুবিধা হচ্ছে পাশাপাশি কচিকাঁচা শিশুদের পরাশুনায়ও ব্যাঘাত ঘটছে। অতিদ্রুত যেন বিদ্যুৎ সারাই করে স্বাভাবিক করে দেওয়া হয় এমন দাবি উঠছে। এখন দেখার বিষয় নিগম বিষয়ের গুরুত্ব অনুধাবন করে কতটুকু কি ব্যবস্থা গ্রহণ করে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu