১৯ জুন
সোমবার
পানিসাগর প্রতিনিধিঃ রবিবার বাজারকে রক্ষা করতে মাঠে নামলো বাজার কমিটি।পানিসাগর মহকুমার অন্তর্গত জ্বলাবাসা নবন গঠিত বাজার পরিচালনা কমিটির উদ্যোগে ১৮ই জুন রবিবার সকাল ৮ ঘটিকা থেকে কমিটির সকল সদস্যবৃন্দ ঝাড়ু, দা , কোদাল
হাতে নিয়ে বাজার পরিচ্ছন্ন করার কর্মসূচি হাতেনেন। টানা তিন ঘন্টা সচ্ছ অভিযান সম্পন্ন করে জ্বলাবাসা বাজার পরিচালনা কমিটির সদস্যবৃন্দ সংবাদকর্মীর মাধ্যমে জ্বলাবাসা বাজারে আসার সকল ব্যবসায়ী ও ক্রেতা গনের প্রতি, আবেদন রাখেন যে সকল
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
ব্যবসায়ীগণ প্রতিদিন ব্যবসা সম্পন্ন করে নিজ নিজ আবর্জনা নির্দিষ্ট ডাস্টবিনে ফেলার জন্য এবং বাজারে আসা অগণিত ক্রেতাগণদের প্রতি বিনম্র আবেদন রাখেন যে জলাবাসা বাজারের পরিচ্ছন্নতা বজায় রাখতে নিজ নিজ ব্যবহৃত আবর্জনা নির্দিষ্ট
ডাস্টবিনে ফেলার জন্য। ক্রেতা ও বিক্রেতার সহযোগিতায় জ্বলাবাসা বাজারকে পরিচ্ছন্ন রাখার বিনম্র আবেদন রাখেন। নবগঠিত জলাবাসা বাজার কমিটির এরূপ বিভিন্ন কর্মসূচি আগামী দিনে জারি থাকবে বলে আশা ব্যক্ত করেন কমিটির সহ-সম্পাদক তমাল মালাকার সহ সকল সদস্যবৃন্দ।
0 মন্তব্যসমূহ