সবুজ ত্রিপুরা
১৭ জুন
শনিবার
কদমতলা প্রতিনিধিঃ গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে পাথরকান্দি থানার ইন্সপেক্টর ওসি সমরজিৎ বসুমাতারি দলবল নিয়ে এক অভিযান চালিয়ে সর্বনাশা হেরোইন জাতিয় ড্রাগস সহ নগদ টাকা ও এতে জড়িত তিন জনকে আটক করতে সক্ষম হন।
ধৃতদের মধ্যে দুজন মহিলাও রয়েছেন।এদিন পুলিশের দলটি কাবাড়িবন্দ এলাকার প্রয়াত একলাস উদ্দিনের বাড়িতে হানা দিয়ে চারটি সাবানের বাক্সে চুয়াল্লিশ গ্রাম হেরোইন জাতিয় ড্রাগস সহ নগদ ৮৫ হাজার ৩৯০ টাকাও জব্দ করে।এতে জড়িত থাকার সন্দেহে আটক করা হয় একলাস উদ্দিনের পুত্র নজমুল হোসেন(রাজা)সহ দুই মহিলাকে।ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।এ মর্মে ওসি জানান যে জব্দকৃত ড্রাগসের কালোবাজারী মুল্য আট লক্ষাধিক টাকার মত হবে।এতে ধৃত দুই মহিলার
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
নাম রীতি ত্রিপুরা ও বারী ত্রিপুরা।উভয়ের বাড়ি উত্তর ত্রিপুরার দামছড়ায়।তারা এখান থেকে ড্রাগস ক্রয় করে ত্রিপুরায় নিয়ে বিক্রির উদ্দেশ্যে ছিল।এই চক্রে আরও বেশকজন জড়িত থাকার খবর পাওয়া গেছে।বাকিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।বর্তমানে ধৃতদের থানায় আটকে রেখে টানা জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।জানা গেছে ধৃতদের রবিবার আদালতে সোপর্দ করা হবে।
0 মন্তব্যসমূহ