বক্সনগরে তোফাজ্জল হোসেনের হাত ধরে সিপিএমের ভাঙ্গন অব্যাহত-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

১৭ জুন

শনিবার

বক্সনগর প্রতিনিধিঃ ২০২৩ বিধানসভা নির্বাচনে বিজেপি ২০ বক্সনগর বিধানসভায় হেরে গেলেও মাঠ ছাড়েনি বিজেপির বিজিত প্রার্থী তোফাজ্জল হোসেন একে একে সিপিএম ও কংগ্রেস দলে প্রত্যেকদিন ভাঙ্গন ঘটাচ্ছেন।ঘটনার বিবরণে জানা যায় 


আজ বিকাল ৩ ঘটিকার সময় আশাবাড়ি এলাকাতে সিপিএম এবং কংগ্রেস দল ত্যাগ করে দুই পরিবারের মোট ২০ ভোটার বিজেপি দলে যোগদান করেন।এদিন এই যোগদান সভায় উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার দক্ষিণাঞ্চের সহ-সভাপতি তথা এই এলাকার বিজিত প্রার্থী তোফাজ্জল হোসেন ও বিজেপির 

                   হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

মন্ডল সভাপতি সুবাশ সাহা মহোদয় সহ অন্যান্য কর্মী সমর্থকরা। বিভিন্ন দল থেকে আসা লোকজন চাইছেন এলাকার উন্নয়নের স্বার্থে এবং ২০২৪ লোকসভা নির্বাচনে ত্রিপুরা থেকে দুটি আসন যাতে পদ্ম ফুল ফুটিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উপহার দিতে পারেন।

সেই দিকে লক্ষ্য রেখে একের পর এক বিরোধী শিবিরে ভাঙ্গন ঘটাচ্ছে বিজেপির দলের কর্মী সমর্থকরা। তার থেকে বাদ জায়নি ২০ বক্সনগর বিধানসভা এলাকাও যেখানে বিরোধীরা দেখতে পাওয়া যায় না।সেই জায়গাতে বিজেপির বিজিত প্রার্থী তোফাজ্জল হোসেন মানুষের সুখে দুঃখে পাশে গিয়ে দাঁড়াচ্ছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu