সবুজ ত্রিপুরা
৩ জুন
শনিবার
কদমতলা প্রতিনিধিঃ ইয়াবা ট্যাবলেটের মাস্টারমাইন্ড চুড়াইবাড়ি পুলিশের জালে। অন্য অপরাধীদের তথ্য অনুসারে চুড়াইবাড়ি পুলিশ নিলামবাজারের কুখ্যাত নেশা কারবারি হেলাল উদ্দিনকে গ্রেফতার করতে সক্ষম হয়। ঘটনায় প্রকাশ,, গত মে মাসের ৬ তারিখ চুড়াইবাড়ি পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে ষাট হাজার ইয়াবার ট্যাবলেট সহ ৩ পাচারকারীকে আটক করেছিল। বর্তমানে ওই তিন অপরাধী আদালতে বিচারাধীন অবস্থায় রয়েছে। অবশ্য তাদের সূত্র ধরেই পুলিশ হেলালকে পাকড়াও করতে সক্ষম হয়। ত্রিপুরার ওই তিন যুবক জানায় আসামের করিমগঞ্জ জেলার নিলামবাজার থানার কায়স্তগ্রামের সিঙ্গুরা গ্রামের হেলাল উদ্দিনের (পিতা মোঃ সোয়াব আলীর নিকট থেকে এই বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট গুলো ক্রয় করেছিল। সেই অনুসারে পুলিশ গত ২৮ তারিখ রাতে স্থানীয় নিলামবাজার পুলিশের সহযোগিতায় নিজ বাড়ি থেকে হেলালকে গ্রেফতার করে নিয়ে আসে। তখন সঙ্গে সঙ্গে আদালত থেকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে পুনরায় থানায় এনে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ আরো তথ্য সংগ্রহ করেছে।ধৃত হেলাল জানায়, মায়ানমারের
জৈনিক এক ব্যক্তির কাছ থেকে এই ট্যাবলেট সে ক্রয় করে এবং তার সঙ্গে ব্যবসা রয়েছে বলে। তাই পুলিশ ধৃত হেলালের বিরুদ্ধে ১৯/২৩ নম্বরে এবং এনডিপিএস আইনের ২১(সি)/২২(সি)/২৭(এ)/২৫/২৯ ধারায় মামলা রুজু করেছে।আজ শুক্রবার পাঁচ দিনের রিমান্ড শেষে পুলিশ তাকে আজ আদালতে হাজির করে।
0 মন্তব্যসমূহ