সবুজ ত্রিপুরা
৫ জুন
সোমবার
সংবাদ প্রতিনিধিঃ বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষ্যে আজ আগরতলার মহারাজগঞ্জ বাজারে স্বচ্ছতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা
এই স্বচ্ছতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এছাড়াও আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মণিকা দাস দত্ত, কর্পোরেটর রত্না দত্ত ও পিন্টু রঞ্জন দাস এই স্বচ্ছতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ গ্রহণ করেন। পরে সাংবাদিকদের সাথে কথা বলার সময় মুখ্যমন্ত্রী ডা: সাহা বলেন, পরিবেশকে দূষনমুক্ত না রাখলে আমাদের অস্তিত্বও সংকটের মুখে পড়বে। সেই জনাই এবারের বিশ্ব পরিবেশ দিবসের শ্লোগান হচ্ছে প্লাস্টিককে পুরোপুরি বর্জন করতে হবে। জনগণ যাতে প্লাস্টিক ব্যবহার না করে তারজন্য আজ জনসচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
মুখ্যমন্ত্রী আরও বলেন, দূষণমুক্ত পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে গাছের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গাছ না থাকলে পরিবেশ যেমন দূষিত হবে, তেমনি বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্টও হয়ে যাবে। তাই সবাইকে বেশি করে গাছ লাগানোর উদ্যোগ নিতে হবে। বিশেষ কোনো প্রয়োজনে গাছ কাটা হলে তার পরিবর্তে সেখানে আরও গাছ লাগানোর উপর গুরুত্ব দিতে হবে। তবেই পরিবেশের ভারসাম্য বজায় থাকবে। রাজ্য সরকারও বৃক্ষরোপণ কর্মসূচি গুরুত্ব সহকারে নিয়মিত করে যাচ্ছে। বিভিন্ন সামাজিক সংগঠনকেও এ বিষয়ে আরও সক্রিয় ভূমিকা নিতে আহ্বান জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা বলেন, প্লাস্টিকের ব্যবহার বন্ধ না হলে রাস্তাঘাট যেমন দূষিত হবে তেমনি ড্রেন ও নালাতে প্লাস্টিক আটকে জল জমে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। তাই রাজ্য সরকার প্লাস্টিকের
পরিবর্তে কাপড় ও বাশের তৈরী দ্রব্য ব্যবহারের উপর গুরুত্ব দিয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, প্লাস্টিক বর্জন করার বিষয়টি শুধু মুখে বললেই হবে না, তা বাস্তবে রূপ দেওয়ার জন্য জনসচেতনাও গড়ে তুলতে হবে। আইন প্রয়োগের পাশাপাশি প্লাস্টিক ব্যবহারের যে ক্ষতিকর দিক রয়েছে সে বিষয়েও জনগণকে সচেতন করতে হবে।
0 মন্তব্যসমূহ