পুর এলাকায় রাশি রাশি আবর্জনার স্তূপ, প্রশ্নের মুখে তেলিয়ামুরা পুর প্রশাসন-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

৫ জুন

সোমবার

তেলিয়ামুড়া প্রতিনিধিঃ দীর্ঘদিন ধরেই তেলিয়ামুড়া পুর পরিষদের অন্তর্গত বিভিন্ন এলাকার সাধারণ মানুষরা আবর্জনার যন্ত্রণায় অতিষ্ট। যদিও কাগজে-কলমে কিংবা প্রশাসনিক ব্যক্তিদের ভাষায় 

তেলিয়ামুড়া শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন তথা আবর্জনা মুক্ত রাখার জন্য যথুপযুক্ত উদ্যোগ অব্যাহত রয়েছে। তবে বাস্তব বলছে তেলিয়ামুড়া শহরের বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে আবর্জনা স্তুপ করে রাখা হচ্ছে, শুধু তাই না জনবহুল বিভিন্ন জায়গা থেকে শুরু করে বিভিন্ন প্রান্তের মধ্যে আবর্জনার গন্ধে গোটা এলাকার পরিবেশ বিসিয়ে যাওয়ার উপক্রম। অস্বীকার করার উপায় নেই বিভিন্ন জায়গায় সাফাই কর্মীরা কাজ করছেন, কিন্তু তারপরেও 

                   হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

আবর্জনা নিয়ে কেন সঠিক এবং পরিকল্পিত উদ্যোগ গ্রহণ করা যাচ্ছে না তা কিন্তু তেলিয়ামুড়া পুর এলাকার একটা বড়োসড় প্রশ্ন। বিশেষ করে এই সময়ের মধ্যে যারা তেলিয়ামুড়া পূর এলাকার বাজার গুলোর মধ্যে বা বিভিন্ন চৌমুহনী গুলোর মধ্যে বাজারহাট করতে যাচ্ছেন , নিয়মিত যাতায়াত করছেন তারা এই সমস্ত সমস্যায় জর্জরিত  হচ্ছেন । সাম্প্রতিক অতীতে দেখা গিয়েছিল পুর প্রশাসনের উদ্যোগে বিভিন্ন জায়গায় বর্জ্য পদার্থগুলোকে জমা করার জন্য বেশ কিছু ডাস্টবিন সরবরাহ করা হয়েছিল, কিন্তু তারপরেও বেশ কিছু জায়গা বাকি ছিল যেখানটায় ডাস্টবিন সরবরাহ করা উচিত ছিল। তারপরেও কি কারণে বিভিন্ন জনবহুল জায়গাগুলোর মধ্যেও পুরো প্রশাসন 

ডাস্টবিন বসানোর মতো উদ্যোগ গ্রহণ করেনি তা কিন্তু এখন বিভিন্ন জায়গায় আলোচিত হচ্ছে। বিভিন্ন জায়গায় সময় সময় স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচির মধ্য দিয়ে স্বচ্ছতার ডাক দেওয়া হয়, অথচ তেলিয়ামুড়া পুর প্রশাসনের নিয়ন্ত্রণাধীন একটা বড়সড় এলাকার মধ্যে মানুষ আবর্জনার যন্ত্রণায় অতিষ্ঠ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu