অখিল ভারতী বিদ্যার্থী পরিষদ পানিসাগর নগর শাখার উদ্যোগে ছাত্র ছাত্রিদের শিক্ষা সামগ্রী প্রদান-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

২ জুন

শুক্রবার

পানিসাগর  প্রতিনিধিঃ অখিল ভারতী বিদ্যার্থী পরিষদ পানিসাগর নগর শাখার উদ্যোগে স্টুডেন্ট ফর সেবা এই শ্লোগানকে পাথেয় করে সেবার্থী বিদ্যার্থী এিপুরা প্রদেশ পানিসাগর নগর শাখা ও 

ধর্মনগর জেলা সাংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হয় উওর জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত তিনটি অঙ্গনওয়ারি কেন্দ্র এবং একটি গুরুকুলের ছাএ ছাএিদের মধ্যে শিক্ষা সামগ্রী প্রদান কর্মসূচি।এতে নেতৃত্ব দেন অখিল ভারতী বিদ্যার্থী পরিষদ পানিসাগর নগর শাখার সহ সহ সম্পাদক বিশ্বজিৎ দাস,অখিল ভারতী বিদ্যার্থী পরিষদের প্রদেশ সহ সম্পাদক রিপন পাল,পানিসাগর শাখার এস,এফ,এস ইনচার্জ রাজদ্বীপ দেব নাথ সহ পানিসাগর নগর শাখার অন্যান্য নেতৃত্ব সদস্য সদস্যা বৃন্ধরা।এই মর্মে আজ পানিসাগর মহকুমার মাথিউরা বাড়ি অঙ্গন ওয়ারি 

                   হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

কেন্দ্র, রৌয়া অঙ্গন ওয়ারি কেন্দ্র, রৌয়া নিম্নঠিলা অঙ্গন ওয়ারি কেন্দ্র এবং বিলথৈ চাঁদপুর স্থিত মহর্ষি দয়ানন্দ আর্ষ গুরুকুলের প্রায় পচাওর জন কচিকাচা ছাএ ছাএিদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।এই ধরনের কর্মসূচি সমগ্র রাজ্য জোরে একযোগে পালিত হচ্ছে বলে জানানো হয় অখিল 

ভারতী বিদ্যার্থী পরিষদ পানিসাগর নগর শাখার পক্ষথেকে।আগামী দিনে ও এই ধরনের কর্মসূচি বাস্তবায়ন সহ আরও বিভিন্ন ধরনের নতুন নতুন কর্মসূচি বাস্তবায়নের লক্ষে অখিল ভারতী বিদ্যার্থী পরিষদ সেবার্থী বিদ্যার্থী এিপুরা প্রদেশ এর প্রক্রিয়া জারি থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu