ইউরো কিডস প্রি স্কুলে পাঁচ দিনব্যাপী গ্রীষ্মকালীন ক্যাম্প শুরু-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

৩ জুন

শনিবার

ধর্মনগর  প্রতিনিধিঃ ধর্মনগরে ইউরো কিডস প্রি স্কুলে পাঁচ দিন ব্যাপী গ্রীষ্মকালীন ক্যাম্প চালু হতে যাচ্ছে আগামী ৪ জুন থেকে। 

এই বিষয়ে ইউরো কিডস প্রি স্কুলের প্রন্সিপাল অনিন্দিয়া সিনহা জানিয়েছেন, তিনি কর্মসূত্রে এয়ার হোস্টেস ছিলেন ধর্মনগরে তার জন্ম,অবসরে বাড়ি ফিরে তিনি শিশুদের জন্য একটি আন্তর্জাতিক মানের প্রি স্কুল চালু করার সিদ্ধান্ত নেন। গত বছরের ২৪ ডিসেম্বর ধর্মনগর রাজবাড়ী এলাকায় তিলথৈ রোডে তিনি সম্পূর্ণ মহিলাদের দ্বারা পরিচালিত ইউরো কিডস প্রি স্কুল চালু করেন। বর্তমানে এই স্কুলে মাদার ছাত্রছাত্রী সংখ্যা 

                   হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

রয়েছে ৩৩ জন। আগামী ৪ জুন থেকে স্কুলে গ্রীষ্মকালীন ক্যাম্প চালু হবে। এই ক্যাম্পে অন্যান্য স্কুলের ৩ থেকে ৮ বছর পর্যন্ত শিশুরা অংশগ্রহণ করতে পারবে। কচিকাঁচা শিশুদের জন্য এই ক্যাম্পে মজাদার ফ্যান কার্যকলাপের মধ্যে থাকবে বিভিন্ন গেইম, আর্ট কম্পিটিশন, ডান্স কম্পিটিশন, ফ্যান্সি ড্রেস কম্পিটিশন, ক্রিয়েটিভ এক্টিভেটি যোগা, জুম্বা সহ বিভিন্ন প্রতিযোগিতা মূলক কর্মসূচী 

হাতে নিয়েছে ইউরো কিডস প্রি স্কুল। তাই তিনি সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে ধর্মনগরবাসী অর্থাৎ অভিভাবকদের এই কর্মসূচীতে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। তিনি বলেন এই ধরণের কর্মসূচী এই প্রথম ইউরো কিডস প্রি স্কুলে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu