উদয়পুর শহরকে যানজট মুক্ত রাখার লক্ষ্যে অবৈধভাবে দখল করা জায়গা গুলি দখল মুক্ত করল উদয়পুর পৌর পরিষদ-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

৯ মে

মঙ্গলবার

উদয়পুর প্রতিনিধিঃ উদয়পুর শহরকে যানজট মুক্ত রাখার লক্ষ্যে সোমবার উদয়পুর শহরে অবৈধভাবে দখল করা জায়গা গুলি দখল মুক্ত করল 

উদয়পুর পৌর পরিষদ। সংবাদে জানাজায় উদয়পুর শহরে  প্রতিনিয়ত যানজট লেগে থাকে ক্ষুদ্র ব্যবসায়ীদের অবৈধ অবৈধভাবে রাস্তা দখল করে রাখার ফলে। আর এই বিষয়টিকে সামনে রেখে উদয়পুর পৌর পরিষদ গত চারদিন ধরে শহর জুড়ে বারংবার মাইকিং করে সতর্ক করে দেয় ক্ষুদ্র ব্যবসায়ীদের। পৌর পরিষদের সতর্কতা জারির পরও যারা অবৈধভাবে দখল করেছিল  

                   হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

তাদের দোকানগুলি ভেঙ্গে সরকারি জায়গা মুক্ত করল পৌর পরিষদ। সেদিন এ অভিযানের নেতৃত্বে ছিলেন উদয়পুর পৌর পরিষদের পৌর পিতা শীতলচন্দ্র মজুমদার, প্রদীপ পুর মহকুমা শাসক জয়ন্ত ভট্টাচার্য, মহকুমা পুলিশ আধিকারিক নিরূপম দত্তসহ 

ট্রাফিকের ডিএসপি। এদিন এ অভিধানে অবৈধভাবে দখল করার জায়গা মুক্ত করার পাশাপাশি বেশ কিছু দোকান মালিককে হুঁশিয়ারি দেওয়া হয় যেন সরকারি জায়গা ছেড়ে দেয়। অভিযান শেষে উদয়পুর পৌর পরিষদের পৌর পিতা বলেন আগামী দিনে এই ধরনের সরকারি জায়গার দখলমুক্ত করার জন্য অভিযান চালাবে পৌর পরিষদ।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu