সবুজ ত্রিপুরা
৯ মে
মঙ্গলবার
কদমতলা প্রতিনিধিঃ ধর্মনগর মহকুমার কালাছড়া গ্রামের সামসুল হক মাছের পোণা ও রেণু বিক্রি করে স্বনির্ভর হয়েছেন। তার পাশাপাশি কর্মসংস্থান পেয়েছে ৩০ জন মানুষ। কালাছড়া
গ্রামের সামসুল হকের হ্যাচারীর সামনেই বসে মাছের পোণার পাইকারি বাজার। গুণগত মানে ভালো দেশি পোণা সমস্ত উত্তর জেলা সহ উনকোটি জেলার বিভিন্ন জায়গায় বিক্রি করছেন তিনি।
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
সল্প পুঁজি এই হ্যাচারির ব্যবসায় লেগে বেশ লাভবান সামসুল হক। তিনি জানান আসামের নিলাম বাজার থেকে আসা মাছের পোণা গুলি আসে সেগুলির তুলনায়
তার হ্যাচারীর পোণার গুণগত মান ভালো। নিলামবাজারের মাছের পোণা সস্তায় পুকুরে ছেড়ে পরে অর্ধেক পোণা মরে যায়। তিনি নাকি গ্যারিন্টির সাথে পোনা বিক্রি করেন। তারা হ্যাচারি পোণা নিয়ে মাছ চাষিরা লাভবান হচ্ছেন বলে জানান শামসুল হক।
0 মন্তব্যসমূহ