সবুজ ত্রিপুরা
৯ মে
মঙ্গলবার
বিশালগড় প্রতিনিধিঃ পরিত্যক্ত ঘর থেকে ৬ লক্ষ টাকার কাপড় উদ্ধার করলে BSF। ঘটনা কমলাসাগর বিধানসভার মধুপুর থানাধীন হরিহরদোলা এলাকায়। পরে মঙ্গলবার মধুপুর থানার
পুলিশের কাছে হস্তান্তর করা হয় কাপর গুলি। জানা গেছে সোমবার সন্ধ্যায় গোপন খবরের ভিত্তিতে BSF হরিহরদোলা এলাকার ৬ নং ওয়ার্ডে একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালিয়ে অবৈধ ভাবে বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যে রাখা এই কাপড় গুলি উদ্ধার করে কমলাসাগর BOP-তে নিয়ে যায়। উল্লেখ্য, মধুপুর থানার পুলিশের সহযোগিতায় হরিহরদোলা, পাণ্ডবপুর, মিয়া পাড়া সহ বিভিন্ন সীমান্ত বর্তী এলাকা
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
দিয়ে গাঁজা, ইয়াবা, এসকফ, ব্রাউনসুগার, শব্দ বাজি, চিনি, কাপর, সহ কসমেটিক্স সামগ্রী পাচারের মহা কর্মযজ্ঞ দিন দুপুরেই চলে। তাছাড়াও চলে রোহিঙ্গা সহ বিভিন্ন দেশের মানুষের আন্তর্জাতিক সীমান্তের অবৈধ পারাপার। সূত্রের খবর
সবটাই চলে মধুপুর থানাকে দক্ষিনা দিয়ে, যার দরুন এই সমস্ত ঘটনাবলী আটকাতে থানার কোন সফলতা দেখা যায় না। কিছু সংখ্যক সফলতা দেখা যায় BSF এর। এই সমস্ত ঘটনাবলী আটকাতে আগামী দিনে পুলিশের উর্ধ্বতন মহলের হস্তক্ষেপের দাবি উঠছে সচেতন মহল থেকে।
0 মন্তব্যসমূহ