আমন্ত্রিত ১২ জন অতিথি নিয়ে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্ম শতবার্ষিকী উদযাপন-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

৯ মে

মঙ্গলবার

বক্সনগর প্রতিনিধিঃ সোনামুড়া মহকুমার ভিত্তিক কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২  তম জন্ম শতবার্ষিকী  উদযাপন করা হয় সোনামুড়া রবীন্দ্র চৌমুহনীতে উদ্যোক্তা ছিলেন সোনামুড়া মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং সহযোগিতায় ছিলো সোনামুড়া নগর পঞ্চায়েত , অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন নলছড়ের 

বিধায়ক কিশোর বর্মন, কিন্তু অনুষ্ঠানে এসে আয়োজক দের প্রতি ক্ষুব্ধ হয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করে চল যান বিধায়ক, আজকের অনুষ্ঠানে কবি গুরুর সেই গান, যদি তুর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে,একলা চলো রে, বাস্তবায়ীত হলো সেই গান টি , কারণ কাউকে না পেয়ে নিজেরাই অনুষ্ঠান শেষ করলো আয়োজকরা,  ৩০ হাজার টাকা খরচ করে ছোট্ট একটি মঞ্চ বানিয়ে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে,তাতে আমন্ত্রিত অতিথি রয়েছে ১২ জন, কিন্তু অতিথি দের ছাড়া দর্শক আসে আর  কাউকে 

                   হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

দেখা যায়নি, এই প্রচন্ড রোদের মধ্যে দর্শক জন্য নেই কোনো ছায়ার ব্যবস্তা, দর্শক আসন যা কয়েক জন 

ছিলো তারাও দপ্তর এবং নগর পঞ্চায়েতের কর্মী, আর লোক সমাগম না দেখে আয়োজক দের প্রতি ক্ষুব্ধ হয়ে অনুষ্ঠান না করেই চলে যান বিধায়ক কিশোর বর্মন, কবি গুরু মতো একজন বিশ্ব বিখ্যাত ব্যক্তিত্বের জন্মজয়ন্তীতে যে ভাবে গাফিলতি করেছে নগর পঞ্চায়েত এবং তথ্য সংস্কৃতি দপ্তর, তাতে কবি গুরু কে শ্রদ্ধা নয় বড় অপমানিত করা হলো, ছি ছি রব উঠেছে মহকুমাতে ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu