সবুজ ত্রিপুরা
৯ মে
মঙ্গলবার
পানিসাগর প্রতিনিধিঃ উওর জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত বিলথৈ দ্বাদশমান বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয় স্টার ক্লাব আয়োজিত চার দিন ব্যাপি বর্ষবরন উৎসব ও মেলা ৬ই মে সন্ধ্যা ছয়টা এিশ মিনিট নাগাদ শুভ উদ্ভোদনী অনুষ্টান অনুষ্ঠিত হয় ।
ঐ দিন প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ শুচনা করেন উওর জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস।সভাপতির আসন অলংকৃত করেন স্টার ক্লাবের সভাপতি ইন্জিনিয়ার সুধাংশু সরকার।এছাড়াও উপস্থিত ছিলেন যুবরাজনগর বিধানসভায় প্রাক্তন বিধায়িকা মলিনা দেব নাথ, পানিসাগর মহকুমা সাশক সুভাষ আচার্যী, পানিসাগর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান অনুরাধা দাস, ভাইস চেয়ারম্যান ধনন্জয় দেব নাথ, উওর জেলা পরিষদ সদস্যা মৌসুমি দেব নাথ, বিলথৈ গ্রাম পঞ্চায়েতের প্রধান লিপি রানি দাস,পানিসাগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সঞ্জয় দাস, ভাইস চেয়ারম্যান তথা স্টার ক্লাবের এডমিনিস্ট্রেটর লক্ষিকান্ত দাস,দেওছড়া গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান অসিম কুমার নাথ মহাশয় সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।চারদিন ব্যাপি বর্ষবরন উৎস কে সফল ও সর্বাত্মক সার্থক করে তুলতে প্রতিদিন সাংস্কৃতিক
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
মঞ্চে মনমাতানো সাংস্কৃতিক পরিবেশনা করা হয় । এছাড়াও মেলা প্রাঙ্গনে রাখা হয়ে ছিল
দর্শনার্থীদের মনোরঞ্জনের জন্য আনন্দ মেলার বিভিন্ন ধরনের পসরা।মেলা প্রাঙ্গনে বিভিন্ন ধরনের পসরা সাজিয়ে দোকানীরা দোকান খোলেছেন।এছাড়াও রয়েছে সরকারি বেসরকারি দপ্তর ও সংস্থা এবং স্বসহায়ক দলের মহিলা পরিচালিত স্টল।চার দিন ব্যাপি উক্ত মেলাকে প্রানবন্তো করে তুলতে মেলা পরিচালন কমিটির পক্ষথেকে দর্শনার্থীদের সুভাগমন কামনা করা হচ্ছে।
0 মন্তব্যসমূহ