নবালক শ্যালকের বিবাহের প্রতিবাদ করাকে কেন্দ্র করে শ্বশুর শ্বাশুড়ি কতৃক প্রাণ নাশের হুমকি-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

৬ মে

শুক্রবার

পানিসাগর প্রতিনিধিঃ রাজ্য চাইল্ড লাইন ও রাজ্য নিরিড় শিশু উন্নয়ন প্রকল্প দপ্তরকে শীত ঘুমে রেখে সমগ্র রাজ্য জোরে অব্যাহত নাবালক নাবালিকা বিবাহ।মাঝে মধ্যে উভয় দপ্তরই লোক দেখানো নাটক মন্তস্থ করলেও মুলত কাজের কাজ কিছুই হচ্ছেনা।গোটা রাজ্যের সাথে সঙ্গতি রেখে ইদানীং কালে উওর জেলাও নাবালিকা বিবাহের সংবাদের শিরোনামে 

চলে এসেছে।তবে এবার কার ঘটনাটি কিছুটা বিক্ষিপ্ত।নবালক শ্যালকের বিবাহের প্রতিবাদ করাকে কেন্দ্র করে শ্বশুর শ্বাশুড়ি কতৃক প্রাণ নাশের হুমকি জামাতা ও কন্যাকে।ঘটনাটি ঘটে উওর জেলার জনজাতি অধ্যুষিত দামছড়া থানার অন্তর্গত সন্ধিবাসা পাঁচ নং ওয়ার্ডে।সংবাদের বিবরণে জানা যায় যে,ঐ এলাকা বাসিন্দা রিয়াজ আলি ও সাফিনা খাতুন এর সতেরো বর্ষিয়া নাবালক পুএের বিয়ের সমন্ধ নিয়ে জামাতা   পঙ্কি মিয়া ও ওর স্ত্রী হাছিনা বেগম কে শ্বশুর বাড়িতে আমন্ত্রণ জানানো হয়।কিন্ত পঙ্কি মিয়া এবং ওর সহধর্মিণী হাছিনা নাবালক ভাইয়ের বিয়েতে মত দেয়নি।তাতেই যথ বিপওি।এই নিয়ে উভয়ের মধ্যে শুরুহয় বাক বিতন্ডা।শেষ হয় প্রাণ নাশের হুমকি ধমকি সহ শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার 

                   হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

মাধ্যমে।এই ঘটনার প্রায় এক পক্ষ কাল অতিবাহিত হতে না হতেই সরকারি আইনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে এক প্রকারের চ্যালেঞ্জ ছুড়ে নাবালক পুএ কে বিয়ে করানো হয় উপ্তাখালি স্থিত ডুপিরবন্ধ লাল ছড়া এলাকার আরেক নাবালিকা কন্যার সাথে।এই ঘটনা চাউড় হতেই এক প্রকারের ক্ষোভ, লাঞ্চনা ও প্রাণ নাশের হুমকিকে উপেক্ষা করে জামাতা পঙ্কি মিয়া ও ওর সহধর্মিণী হাছিনা বেগম স্মরনাপন্ন হয় পানিসাগর মহকুমা সাশকের নিকট।এই মর্মে আজ পানিসাগর মহকুমা সাশক সুভাষ আচার্যী এর নিকট সৎ পিতা ও গর্ভধারিনী মায়ের উপর প্ররোচনা করে নাবালক ভাইকে বিয়ে করানোর অভিযোগে একটি লিখিত অভিযোগ পএ প্রদান করেন 

কন্যা হাছিনা বেগম।এমনকি উক্ত অভিযোগ পএের প্রত্যায়িত প্রতিলিপি প্রেরন করাহয় দামছড়া সি,ডি,পি,ও এবং দামছড়া থানায়।পাশাপাশি হাছিনা ও ওর স্বামীর জীবন সংশয়ের নিরাপওার আর্জি জানানো হয়।এখন দেখার বিষয় পানিসাগর মহকুমা শাসক অসহায় দম্পতির জীবন সংশয় সহ নাবালক নাবালিকা বিবাহের বিরুদ্ধে অভিযুক্ত পরিবার টির বিরুদ্ধে কি ভুমিকা গ্রহণ করেন।এই নিয়ে গোটা মহকুমা জোরে চাঞ্চল্য বিরাজ করছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu