উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত পাথারকা‌ন্দির বৈঠাখাল ব‌স্তির জনগন-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

৬ মে

শুক্রবার

কদমতলা প্রতিনিধিঃ স্বাধীনতার পরব‌র্তি সময় ধ‌রে পাথারকা‌ন্দির একাংশ গ্রা‌মে আজ পর্যন্ত তেমন ভা‌বে উন্নয়‌নের ছোঁয়া লা‌গে‌নি ব‌লে ‌বিস্তর অ‌ভি‌যোগ উ‌ঠে‌ছে।বর্তমান বি‌জে‌পি শা‌সিত সরকার প্রতি‌টি পিছপড়া এলাকার উন্নয়‌নে ব‌্যাপক গুরুত্ব দি‌লেও 

রাজ‌নৈ‌তিক প্রতি‌হিংসা জ‌নিত কার‌নে আজও সম‌ষ্টির বেশক‌টি গ্রাম ও চা বাগা‌নের জনগন উ‌পে‌ক্ষিত ব‌লে অ‌ভি‌যোগ।এ নি‌য়ে শ‌নিবার বি‌ভিন্ন সাংবা‌দিক‌দের ডে‌কে নি‌য়ে লোয়াইর‌পোয়া ব্ল‌কের ডেঙ্গারবন্ধ জি‌পির সাত নং ওয়ার্ড দ‌ক্ষিন বৈঠাখাল ব‌স্তির দুর্দশাগ্রস্থ জনগন তা‌দের সমস‌্যার কথা তো‌লে ধ‌রেন।স্থানীয়রা জানান বল‌তে গে‌লে স্বাধীনতার পরব‌র্তি সময় ধ‌রে তারা নানা ভা‌বে সরকা‌রি সহায়তা থে‌কে ব‌ঞ্চিত হ‌য়ে আ‌ছেন।ফ‌লে এখানকার অর্ধশতা‌ধিক প‌রিবা‌রের লোক প্রতি‌নিয়ত দুর্দশার শিকার হ‌চ্ছেন।কংগ্রেস সরকারের আমল থেকেই তারা রাজ‌নৈ‌তিক প্রতি‌হিংসার শিকার ব‌লে জানান।এমন‌কি বর্তমান বি‌জে‌পি সরকা‌রের সম‌য়েও তারা সা‌র্বিক উন্নয়‌নের ছোঁয়া থে‌কে বঞ্চিত।গ্রা‌মের সর্বত্র শুধু নেই নেই রব।তাদের আরও অভিযোগ যে যেখানে সরকা‌রি কা‌জের 

                   হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

প্রয়োজন সেখা‌নে কাজ না ক‌রে এক রাস্তায় তিনবার পর্যন্ত সরকারি অর্থ বরাদ্দ হচ্ছে।অথচ যেখানে প্রয়োজন সেখানে বরাদ্দ হচ্ছে না।বর্তমা‌নে পাথারকা‌ন্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালের দ্বিতীয় কার্যকালের দুই বছর পূর্ণ হয়ে তিন বছরে পদার্পণ ক‌রে‌ছে।কিন্তু আজও তারা বিশুদ্ধ পানীয় জল থেকে শুরু করে রাস্তাঘাট সেতু স্কুল ক‌লেজ হস‌পিট‌্যাল ইত‌্যা‌দি থে‌কে ব‌ঞ্চিত।পানীয় জলের জন্য বর্ষার মরসু‌মে বৃষ্টির জল নয়তবা বন্যার জল আবার শুকনার মরসুমে দূরবর্তী এলাকা থেকে সংগ্রহ কর‌তে হয় খাল বিল নালা নর্দমার কর্দমাক্ত অপ‌রি‌শো‌ধিত নোংরা জল।

ফ‌লে গ্রা‌মের জনগ‌নের ম‌ধ্যে অসুখ বিসুখ লে‌গে থা‌কে।জাতীয় সড়কের অদুরব‌র্তি এই গ্রা‌মের জনগন আরও ব‌লেন যে তা‌দের‌কে সম‌য়ে সম‌য়ে গালভরা প্রতিশ্রু‌তি দি‌য়ে ভোট আদায় করা হ‌লেও পরব‌র্তিতে তা‌দের সা‌থে বৈমাতৃসুলভ আচরন করা হয়।পু‌রো সমস‌্যাগু‌লো খ‌তি‌য়ে দে‌খে ব‌্যবস্থা নি‌তে ডি‌সি সিও সহ বিধায়‌কের হস্ত‌ক্ষেপ কামনা ক‌রেন ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu