সবুজ ত্রিপুরা
৩০ মে
মঙ্গলবার
তেলিয়ামুড়া প্রতিনিধিঃ দীর্ঘদিন ধরেই তিন তিনটি অঙ্গনওয়াড়ী সেন্টারে সময় মতো শিশু খাদ্য সরবরাহ না করা সহ বিদ্যালয়ে শিশুদের জন্য বরাদ্দকৃত ডিম গিলে খাওয়ার অভিযোগ, ঘটনার সত্যতা যাচাই করতে ঘটনাস্থলে এলাকার কাউন্সিলর।
ঘটনা মঙ্গলবার সকালে তেলিয়ামুড়া পৌর পরিষদের ৬নং ওয়ার্ডে।এলাকার অভিভাবকদের অভিযোগ মূলে জানা যায়,, ডিম প্রদানকে কেন্দ্র করে ঘোটালা চরম আকার ধারণ করে। অভিযোগ সময়মতো এবং প্রয়োজনীয় সংখ্যক ডিম সেন্টার গুলোর মধ্যে পড়ুয়াদের প্রদান করা হয় না, এছাড়াও খিচুড়ি সহ অন্যান্য খাদ্য সামগ্রী সরবরাহের ক্ষেত্রেও দু-নম্বরী পন্থা অবলম্বন করে চলছেন সংশ্লিষ্ট সেন্টার গুলোর কর্মীরা বলে এলাকাবাসীদের অভিযোগ। বিভিন্নভাবে সুনির্দিষ্ট অভিযোগ নিয়ে মঙ্গলবার সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর বাবলী মজুমদার রায় এলাকার কয়েকজন শুভবুদ্ধি সম্পন্ন সাধারণ মানুষকে সাথে নিয়ে সেন্টারগুলোর মধ্যে
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
গিয়ে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা খুঁজে পান।শ্রীমতি বাবলি মজুমদার রায় সাংবাদিকদের সাথে কথা বলার সময় দাবি করেছেন,, সাধারণ মানুষের অভিযোগ মূলে তিনি সেন্টার গুলোর মধ্যে পরিদর্শনকালে অভিযোগের সত্যতা প্রাথমিকভাবে নিরূপণ করতে পেরেছেন, এর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট সেন্টার গুলোতে যারা কর্মরত রয়েছেন তাদেরকে চরম হুঁশিয়ারি দিয়েছেন, এর পাশাপাশি তিনি এটাও দাবি করেছেন গোটা বিষয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গোচরে নিয়ে গিয়ে উপযুক্ত ব্যাবস্থা গ্রহণের দাবী জানাবেন। এদিকে রাখী শীল(নট্ট দাস পাড়া অঙ্গনওয়াড়ি সেন্টার),
রিনা মজুমদার ভক্ত (দেবনাথ পাড়া অঙ্গনওয়াড়ি সেন্টার)এবং পাপিয়া দাস(প্রীতিলতা অঙ্গনওয়াড়ি সেন্টার) নামে এই তিনজন দিদিমনির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের পরিপ্রেক্ষিতে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। এখন দেখার বিষয় গোটা বিষয় সম্পর্কে অবগত হওয়ার পর সি.ডি.পি.ও প্রদীপ কুমার জমাতিয়া কি পদক্ষেপ গ্রহণ করে।
0 মন্তব্যসমূহ