সবুজ ত্রিপুরা
৩০ মে
মঙ্গলবার
তেলিয়ামুড়া প্রতিনিধিঃগত কিছুদিন আগে রাজভবনে যেতে গিয়ে বাধা প্রাপ্ত হয়ে গোটা ত্রিপুরা রাজ্যের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আন্দোলন তেজী করার ডাক দিয়েছিলেন মথা সুপ্রিমো
প্রদ্যুৎ কিশোর। অবশেষে আজ মুঙ্গিয়াকামিতে এই ছবি ধরা পরল। উপজাতি স্ব-শাসিত জেলা পরিষদের কার্যনির্বাহী সদস্য কমল কলইয়ের নেতৃত্বে মথার একদল কর্মী সমর্থকরা আজ মুঙ্গিয়াকামিতে বিক্ষোভ মিছিল সংঘটিত করে স্থানীয় সমষ্টি উন্নয়ন অধিকারিকের কার্যালয়ে স্মারক লিপি প্রদান করেন। এদিকে সাংবাদিকদের সাথে কথা বলার সময় মথার তরফ থেকে দাবী করা হয় তাদের এই আন্দোলন শুধু মাত্র মুঙ্গিয়াকামি ব্লকে এমনটা
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
ভাবার কোন কারণ নেই, গোটা ত্রিপুরা রাজ্যের প্রতিটা প্রান্তেই এই প্রকারের আন্দোলন সংঘটিত হচ্ছে বা হবে বলে মথা দলের নেতৃত্বরা দাবি করেন। মূলত অনতিবিলম্বে যাতে ব্লক পরিচালনার ভার মথা দলের মনোনীত প্রতিনিধিদের হাতে অর্পণ করা হয়
সেই দাবিতেই গোটা রাজ্য জুড়ে আন্দোলনে যাচ্ছে মথা, এমনটাই আজ মুঙ্গিয়াকামিতে ইঙ্গিত পাওয়া গেছে। পাশাপাশি সূত্র মারফত এটাও জানা গেছে অনতিবিলম্বে মথা দলের এই দাবির পরিপ্রেক্ষিতে ব্যবস্থা গৃহীত না হলে গোটা রাজ্য জুড়ে জাতীয় সড়ক, রেলপথ অবরোধ সহ আমরণ আন্দোলনের মতো কর্মসূচিও সংঘটিত হতে পারে।
0 মন্তব্যসমূহ