সবুজ ত্রিপুরা
৩০ মে
মঙ্গলবার
কদমতলা প্রতিনিধিঃ উত্তর জেলার কদমতলা ব্লকের অধীন পূর্ব ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের খাদিমপাড়া ৩ নং ওয়ার্ডের রাস্তাটি অনেকদিন থেকে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। বহুবার পঞ্চায়েত থেকে
শুরু করে কদমতলা ব্লকে এই বিষয়ে অভিযোগ জানিয়েও কোন কাজ হয়নি। এই রাস্তার পাশে একটা স্কুল এবং মাদ্রাসা রয়েছে এই গ্রামের প্রায় পাঁচ হাজার মানুষ এই রাস্তা দিয়ে প্রতিদিন আসা যাওয়া করে।
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
বর্তমানে মানুষ চলাচল তো দুরে থাক পশুদের চলাচলের উপযুক্ত নয় রাস্তাটি বলে অভিযোগ গ্রামবাসীদের। এমত অবস্থায় এই গ্রামের চারজন সমাজসেবী লোকমান উদ্দিন,
আনসার আলী, আস্কর আলী, আয়াজ আলী মিলে রাস্তাটি চলাচলের উপযুক্ত করে তোলার জন্য রাস্তার উপর মাটি দিয়ে কাজ করাচ্ছেন। তারা জানিয়েছেন এই রাস্তা সংস্কারের জন্য কদমতলা ব্লক থেকে ৯৯ লক্ষ টাকার ওয়াক অর্ডার দেওয়া হয়েছে। এই টাকা গুলি যাতে দ্রুত এই রাস্তার কাজে লাগানো হয়।
0 মন্তব্যসমূহ