বাজেয়াপ্ত বিপুল পরিমাণ বিলিতি মদ পানিসাগরে-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

২৯ মে

সোমবার

পানিসাগর  প্রতিনিধিঃ ২৮শে মে রাএি আনুমানিক আটটা নাগাদ উওর জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত রৌয়া অভয়ারণ্য এলাকার এক নং ওয়ার্ডের বাসিন্দা কানাই নাথ এর পুএ কালীপদ নাথ 

এর বাড়ি থেকে বিপুল পরিমাণ অবৈধ বিলিতি মদ বাজেয়াপ্ত করে পানিসাগর থানার পুলিশ।ঘটনার বিবরণে জানা যায় যে,ঐ এলাকা থেকে গতকাল ড্রাগস বানিজ্যে স্বামী স্ত্রী সহ চার খদ্দের আটকের রেশ কাটতে না কাটতে আজ ফের বাজেয়াপ্ত করে বিপুল পরিমাণ বিলিতি মদ।ঘটনার বিবরণে জানা যায় যে, গোপন সুএের ভিওিতে পানিসাগর থানার পুলিশ ঐ এলাকায় হানা দিয়ে পল্টু,মায়া,লর্ডস, ইম্পেরিয়াল ব্লু,মেজিক মুভমেন্ট, ওয়াইট মেজিক,মায়া,কিং ফিসার বিয়ার 

                   হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

এর মতো বিভিন্ন প্রজাতির মোট ১৬৬ কার্টুনে আনুমানিক পাচ লক্ষাধিক টাকার অবৈধ বিলিতি মদ বাজেয়াপ্ত করে।যদিও পুলিশি হানার আচ পেয়ে বাড়ি মালিক পালিয়ে যেথে সক্ষম হয়। তবে জানা গেছে বিলিতি মদ গুলোর মালিক চামটিলা এলাকার রঞ্জিত নাথ এর পুএ 

গণেশ নাথ।তবে এই নিয়ে অভিযুক্ত কাউকেই সংবাদ সংগ্রহ পর্যন্ত গ্রেফতার করা সম্ভব হয়নি।এই নিয়ে পানিসাগর থানার পুলিশ A P/R U/S 69 T.E.Act এ মামলা নিয়ে অভিযুক্তের বিরুদ্ধে তল্লাশি অভিযান জারি রেখেছে।ইদানীং কালে পানিসাগর থানার এতবৃহৎ সাফল্যে গোটা মহকুমা জোরে শুভবুদ্ধি সম্পন্ন জনগনের মধ্যে উৎসাহ পরিলক্ষিত হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu