NPDS মামলায় অভিযুক্তকে অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড-Sabuj Tripura

সবুজ ত্রিপুরা

৩০ মে

মঙ্গলবার

বিশালগড়  প্রতিনিধিঃ বিশালগড় থানায় NPDS মামলায় অভিযুক্তকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এক লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড। জানাযায় ১৬/২/২০২২ সালে 

বিশালগড়  SDPO চৌমুহনি এলাকায় ৭০ কেজি শুকনো গাঞ্জা সহ বিশালগড় থানার তৎকালীন সাব-ইন্সপেক্টর রাজু ভৌমিকের হাতে গাড়ি সহ গ্রেফতার হয়েছিলেন নেশাকারবারি কর্ণজিত দাস বাড়ি সোনামুড়া আনন্দপুর এলাকায়, সেদিনের ঘটনায় উপস্থিত ছিলেন বিশালগড় মহকুমা শাসক বিশালগড় 

                   হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

মহকুমা পুলিশ আধিকারিক। সকলের সামনেই ৭০ কেজি গাঁজা সহ অভিযুক্ত কর্ণজিৎ দাস কে দাসকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন পুলিশ। 

বিশালগড় থানায়  মামলার নাম্বার BLG 08/2022 ভারতীয় দণ্ডবিধি 20B/2C/25/29 ধারায় উক্ত মামলায় অভিযুক্তকে দীর্ঘদিন যাবৎ জেল হেফাজতে রাখার পর তদন্ত শুরু হলো এবং ১১ জন ব্যক্তির সাক্ষী উপর আদালত সোমবার অভিযুক্ত কর্নজিত দাসকে ১০ বছরের  সশ্রম কারাদণ্ড প্রদান করেন সাথে এক লক্ষ টাকা জরিমানা করেন অনাদায় আরো ছয় মাস কারাদণ্ড প্রদান করেন।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu