সবুজ ত্রিপুরা
৩০ মে
মঙ্গলবার
উদয়পুর প্রতিনিধিঃ অবিভক্ত দক্ষিণ জেলায় এই প্রথম এক সুবারম্ভ অনুষ্ঠানের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করল অত্যাধুনিক পলিক্লিন ও ডায়গনস্টিক সেন্টার। সোমবার জেলা সদর উদয়পুর রমেশ চৌমুহনীতে অত্যাধুনিক স্পর্শ ডায়গনস্টিক সেন্টার এর শুভ সূচনা হয়।
প্রদীপ প্রজ্জালন করে ডায়গনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন করেন রাজ্যের অর্থ, পরিকল্পনা ও সমন্বয় তথ্যপ্রযুক্তি দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেব রায়, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি দেবল দেব রায়, বিশিষ্ট সমাজসেবী প্রবীর দাস, পৌর পিতা শীতল চন্দ্র মজুমদার সহ অন্যান্যরা। এদিন অনুষ্ঠানের শুরুতে স্বাগত ভাষণ রাখতে গিয়ে স্পর্শ পলিক্লিন ও ডায়াগনস্টিক সেন্টার কর্ণধার দীপঙ্কর মজুমদার বলেন, স্পর্শ পলিক্লিন ও ডায়গনস্টিক সেন্টার খুব
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
স্বল্পমূল্যে সমাজের প্রতিটা অংশের মানুষকে পরিষেবা দেবে। তাদের উদ্দেশ্য চিকিৎসা প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থ উপার্জন করা নয়, মানব সেবাই তাদের কাছে মুখ্য। তিনি আরো জানান ডায়গনস্টিক সেন্টার এর পাশাপাশি আগামী দিনে এই প্রথম উদয়পুরে নার্সিংহোম হতে চলছে। ফলে অবিভক্ত
দক্ষিণ জেলা এবং গোমতী জেলার সাধারণ মানুষকে ছুটতে হবে না আগরতলায়। এদিন মন্ত্রী প্রনোজিৎ সিংহ রায়, বিধায়ক অভিষেক দেব রায় সহ উপস্থিত সকল অতিথিরা তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানায়। পাশাপাশি আগামী দিনে তাদের এই প্রতিষ্ঠান সমাজের প্রতিটা অংশের মানুষের সুবিধার্থে কাজ করবে এই আশা ব্যক্ত করেন।
0 মন্তব্যসমূহ