ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের উদ্যোগে সংবর্ধনা ২ বিধায়ক ও বিধায়িকা কে-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

১ মে

সোমবার 

তেলিয়ামুড়া প্রতিনিধিঃ ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের উদ্যোগে রবিবার এক আনন্দঘন আয়োজনের মধ্য দিয়ে ত্রিপুরা সরকারের মাননীয় মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় এবং কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক পিনাকী দাস চৌধুরীকে সংবর্ধনা 

প্রদান করা হয়। কর্মচারী সংঘ আয়োজিত তেলিয়ামুড়ার চিত্রাঙ্গদা কলা কেন্দ্রের রবিবারের এই সংবর্ধনা অনুষ্ঠানে সংশ্লিষ্ট সংগঠনের কর্মী সমর্থক এবং অনুগামীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিনের এই  সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়িকা কল্যানী সাহা রায়, বিধায়ক পিনাকী দাস চৌধুরী, গেজেটেড অফিসার সংঘের খোয়াই জেলা সভাপতি মিহির দেবনাথ, ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘ তেলিয়ামুড়া শাখার সভাপতি নৃপেন্দ্র দেব সহ অনান্য'রা। এই বিশাল আয়োজনের মধ্য দিয়ে ব্যাপক সাড়া তৈরি করায় কল্যাণী সাহা রায় 

                   হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সংশ্লিষ্ট উদ্যোক্তাদের ব্যাপক কৃতজ্ঞতা জানিয়েছেন। পাশাপাশি তিনি আলোচনায় অংশ নিয়ে আক্ষেপের সুরে বলেছেন,, বিগত বিধানসভা নির্বাচনে রাজ্যের কর্মচারীরা শাসক দলের বিপক্ষে গেছেন, এরকম কঠিন পরিস্থিতি যাতে করে আগামী দিন আর না তৈরি হয় তার জন্য সজাগ এবং সতর্ক থাকতে হবে বলেও আহবান রাখেন কল্যানী সাহা রায়। পাশাপাশি কল্যানী সাহা রায় আরো দাবি করেন  বিগত সময়ের মধ্যে ব্যাপক সংখ্যায় সরকারি চাকরি প্রদান করা হয়নি তাই সরকারি কর্মচারীদের বামফ্রন্টের প্রতি একটা আনুগত্য রয়ে গেছে বলেও পরক্ষে মত প্রকাশ করেন কল্যানী সাহা রায়। তিনি দাবি করেন আগামী দিনে সরকারি কর্মচারীরা যাতে করে নিশ্চিন্তে চলতে পারেন স্বাচ্ছন্দে বলতে পারেন তার জন্য সরকার দৃঢ় প্রতিজ্ঞ। পাশাপাশি কল্যাণী সাহা রায় এটাও দাবি করেন বর্তমান সময়ে কিংবা বিজেপির নেতৃত্বে সরকার যখন থেকে পরিচালিত 

হচ্ছে তখন থেকে এ রাজ্যে চাঁদার জুলুম বন্ধ হয়েছে। বিগত নির্বাচনের সময় শাসকদলের কোন প্রার্থীদেরকে চাঁদা না দিতে হলেও বিপক্ষে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন তাদের জন্য অনেক চাঁদা সরকারি কর্মচারীরা দিয়েছেন বলে অভিমত ব্যাক্ত করেন কল্যাণী সাহা রায়। পূর্ব নির্ধারিত সুচি অনুযায়ী রবিবার দিনে এই অনুষ্ঠান ঘিরে তেলিয়ামুড়ার  চিত্রাঙ্গদা কলাকেন্দ্রে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu