১ মে
সোমবার
তেলিয়ামুড়া প্রতিনিধিঃ চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে মর্মান্তিক মৃত্যু এক ব্যাক্তির, ঘটনা নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ঘটনা নিছক আত্মহত্যা , নাকি এর পেছনে রয়েছে গভীর কোন ষড়যন্ত্র তা-ই কিন্তু এখন আলোচনার মূল কেন্দ্রবিন্দু। ঘটনার বিবরণে জানা যায়,, রবিবার বিকেল নাগাদ শিলচর থেকে
আগরতলা গামী ট্রেন যখন মুঙ্গিয়াকামী স্টেশন থেকে আনুমানিক প্রায় ৫ কিঃমিঃ দূরত্বে ছিল ঠিক সেই সময় ট্রেনে থাকা জনৈক এক ব্যাক্তি তথা টি.এম সিনহা চলন্ত ট্রেন থেকে ঝাপ দেয়। ঘটনা প্রত্যক্ষ করে তার সাথে থাকা অন্যান্যরা বিষয়টা খেয়াল করতে পেরে নিকটবর্তী তেলিয়ামুড়া রেল স্টেশনে এসে নেমে যান। এরপর প্রথমে তেলিয়ামুড়া থানা এরপর জি.আর.পি থানায় বিষয়টা অবগত করলে জি.আর.পি পুলিশ সংশ্লিষ্ট ব্যাক্তিদেরকে সাথে করে নিয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে রবিবার গভীর রাতে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে এতটুকু পর্যন্ত ঘটনাটা আত্মহত্যা বা রেলের নিচে ঝাঁপ দেওয়ার মতো ঘটনা হিসেবে মনে হলেও এর পেছনে কিছু একটা বিষয় থাকতে পারে বলে অনুমান।
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
যতটুকু জানা গেছে,, মৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে কোন না কোন ভাবে আর্থিক কেলেঙ্কারির সাথে জড়িত ছিলেন। আরো জানা গেছে,, তিনি বেশ কিছুদিন ধরে রাজধানী আগরতলা সহ ত্রিপুরা রাজ্যের বেশ কিছু সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা তুলেছিলেন, অনেকটা চেইন মার্কেটিং ব্যাবসার মতো করে প্রতারণার ফাঁদ তৈরি করে। দিনের পর দিন একটা সময় যাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল তারা ক্রমান্বয়ে এ টাকা গুলা ফেরত দেওয়ার দাবি এবং চাপ তৈরি করে আসছিলেন বলেও জানা গেছে টাকার প্রকৃত মালিকেরা। এরই মধ্যে সংশ্লিষ্ট ব্যাক্তি বেশ কিছুদিন গা ঢাকা দিয়ে থাকার পর গতকাল আগরতলা থেকে কয়েকজন লোক জানতে পারেন সংশ্লিষ্ট ব্যাক্তি কৈলাসহরে অবস্থান করছেন। এরপর নিজেদের টাকা আনার তাগিদে ওই লোকগুলো উনাকে কৈলাসহর থেকে কুমারঘাট হয়ে আগরতলায় নিয়ে আসছিলেন। আরো জানা গেছে,, উনি যখন রেল থেকে ঝাঁপ দিয়েছিলেন তখন উনার সাথেই একই কামরায় উনারাও ছিলেন। এর পেছনে কি রয়েছে, এটা কি আত্মহত্যা, নাকি আত্মহত্যায় প্ররোচনা, নাকি পরিকল্পিত খুন! এই বিষয়টা কিন্তু এখন ব্যাপকভাবে আলোচনার টেবিলে। যদিও রেল পুলিশ
গোটা ঘটনার তদন্ত করছে এবং এই জটিল ঘটনার তদন্তক্রমে পুলিশ মূল ঘটনা কবে নাগাদ বের করে আনে তাই এখন দেখার বিষয়। যদিও শেষ খবর লেখা পর্যন্ত, তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের মর্গেই রয়েছে ওই ব্যাক্তির মৃতদেহ। হাসপাতাল সূত্রে খবর, আজ অর্থাৎ সোমবার মৃতের পরিবারের লোকজন এলেই ময়নাতদন্ত করে তাদের হাতে তুলে দেওয়া হবে।
0 মন্তব্যসমূহ