১ মে
সোমবার
বক্সনগর প্রতিনিধিঃ রাজ্যের প্রতিটি মন্ডলের সঙ্গে বক্সনগর মন্ডলেও যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজীর ১০০ তম মন কি বাত অনুষ্ঠান।বক্সনগর মন্ডলের
প্রতিটি বুথে বুথে এবং অধিকাংশ স্থানে পঞ্চায়েত ভিত্তিক মন কি বাত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।তবে জাঁকজমকপূর্ণভাবে বক্সনগর মণ্ডলের মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় প্রত্যন্ত অঞ্চল বলে পরিচিত পুটিয়া গ্রাম পঞ্চায়েতের কমিউনিটি হল ঘরে।এই মন কি বাত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের রাজধানী আগরতলার ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত মহোদয়া, সিপাহীজলা দক্ষিণ জেলার সহ-সভাপতি তফাজ্জল হোসেন এবং বক্সনগর মন্ডল সভাপতি সুভাষচন্দ্র সাহা মহোদয়। প্রায় ৩০০
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
শতাধিক মানুষের উপস্থিতিতে এই মন কি বাত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ভারতবাসীর উদ্দেশ্যে যে মনের কথা বলেছেন সবাই শুনে আপ্লুত বলে জানান কার্যকর্তারা। প্রধানমন্ত্রীর মন কি বাত শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি মনিকা দাস দত্ত মহোদয়া সমাজের স্বার্থে এবং
প্রধানমন্ত্রীর কথাগুলির গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা রাখেন।এর পাশাপাশি ২০ বক্সনগর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন স্থানে তথা মধ্যেবক্সনগর এলাকায় যুবমোর্চার সভাপতি জিমুল হকের সাথে মধ্যবক্সনগর ১৪ নং মন্ডলে এলাকাতে একশ তম মানকি বাত অনুষ্ঠান এলাকার জনগণের সাথে বসে দেখেন।
0 মন্তব্যসমূহ