১ মে
সোমবার
বিশালগড় প্রতিনিধিঃ প্রেম বুঝে না কোন বাধা, নেই কোন লজ্জা, তাইতো লোকের মন্দ উপেক্ষা করেও প্রাণ চাই প্রেমের গতিতে চলতে। ঠিক এমনই এক গভীর প্রেমের কাহিনীতে আসলো বিশালগড় থেকে।
স্ত্রীর মর্যাদা পেতে প্রেমিকের বাড়িতে ধরনায় বসলেন এক মহিলা।জানাযায় বিশালগড় থানার অন্তর্গত ধজ্জনগর এলাকার মনির আহমেদের ছেলে আনোয়ার হোসেন দীর্ঘ পাঁচ বছর ধরে বিশালগড় গোকুলনগর এলাকার এক ডিভোর্স হয়ে যাওয়া মহিলার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। সেই প্রেমের অভিনয় করে ওই মহিলার সাথে একাধিকবার ফষ্টিনষ্টিও করে আনোয়ার হোসেন। এরই মধ্যে গত ২০২২ সালের ১৮ই এপ্রিল আনোয়ার হোসেন ওই মহিলাকে কোর্ট রেজিস্ট্রার মাধ্যমে বিবাহ করে।
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
তারপর আনোয়ার হোসেন কাজের সূত্রে বিদেশে চলে যায়। বিদেশে যাওয়ার সময় ওই মহিলাকে আনোয়ার হোসেন কথা দিয়ে যায় বিদেশ থেকে আসার পর ওই মহিলাকে স্ত্রী গ্রহণ করে তার বাড়িতে নিয়ে যাবে। গত কিছুদিন আগে আনোয়ার হোসেন বিদেশ থেকে বাড়িতে চলে আসার পরেও ওই মহিলার সাথে কোন ধরনের যোগাযোগ করেনি শুধু তাই নয় ওই মহিলাকে নিজের স্ত্রীর স্বীকৃতি দিতেও অস্বীকার করে আনোয়ার হোসেন। অবশেষে বাধ্য হয়ে ওই মহিলা গত রবিবার দুপুর একটা থেকে বিশালগড় ধজ্জনগর স্থিত আনোয়ার হোসেনের বাড়িতে স্ত্রীর দাবিতে ধর্নায় বসে। ওই মহিলা আসার খবর পেয়ে আনোয়ার হোসেন সহ তার পরিবারের লোকজন দরজা তালা দিয়ে পালিয়ে যায়। ওই মহিলার
দাবি একটাই তাকে আনোয়ার হোসেন স্ত্রীর স্বীকৃতি দিয়ে গ্রহণ করে নিতে হবে। সোমবার সকাল পর্যন্তও ওই মহিলাকে আনোয়ার হোসেনের বাড়িতে ধর্নায় বসে থাকতে দেখা গেছে। ওই মহিলা কোনভাবেই তার দাবি থেকে সরে যেতে চাইছে না। তবে এই ঘটনায় গোটা এলাকা জুড়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে।
0 মন্তব্যসমূহ