ব্রাউন সুগার সহ এক নেশা কারবারিকে জালে-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

১ মে

সোমবার 

কদমতলা  প্রতিনিধিঃ গোপন সংবাদের ভিত্তিতে চুরাইবাড়ি থানার পুলিশ ব্রাউন সুগার সহ এক নেশা কারবারিকে জালে তুলতে সক্ষম হয়। কিন্তু পুলিশের নেশা বিরোধী অভিযান অব্যাহত থাকলেও অজ্ঞাত 

কারণে তারা বিষয়টি সাংবাদিকদের গোচরে আনতে রাজি নন। পুলিশের যে কোন নেশা বিরোধী অভিযান সহ অন্যান্য ঘটনা সংবাদ মাধ্যমে খবর না দেওয়ার অভিযোগ উঠেছে  চুরাইবাড়ি থানার বিরুদ্ধে। এদিকে রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই শিবুরঞ্জন নাথ পুলিশ বাহিনী নিয়ে চুরাইবাড়ি বাজারে নুরুল ইসলামের বাড়িতে হানা দিয়ে রান্না ঘরের ভেতর থেকে ৭০ গ্রাম হিরোইন জব্দ করেন। তখন বাড়িতে থাকা নুরুল ইসলাম ওরফে মনই মিয়াকে পুলিশ গ্রেফতার করে 

                   হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

থানায় নিয়ে আসে।তার পিতা মৃত কসত আলি,বাড়ি চুরাইবাড়ি থানাধীন পূর্ব ফুলবাড়ী গ্ৰামের ১নং ওয়ার্ডে। এদিকে উদ্ধারকৃত হিরোইনের কালোবাজারি মূল্য প্রায় দুই লক্ষাধিক টাকা বলে জানা এস আই শিবরঞ্জন বাবু। আজ সোমবার 

তাকে ধর্মনগর জেলা আদালতে সোপর্দ করা হবে। তার বিরুদ্ধে চুরাইবারি থানায় এনডিপিএস আইনে মামলা নিয়েছে পুলিশ। যার নম্বর ১৮/২৩ এবং ২২(বি)/২৭/২৯ ধারা।এদিকে,ঐ নেশা মাফিয়ার বিরুদ্ধে বিভিন্ন অসামাজিক কার্যকলাপের সঙ্গে যুক্ত রয়েছে বলে এলাকাবাসীদের অভিযোগ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu