বিদ‌্যুত স্পর্শ হ‌য়ে বিদ‌্যুত কর্মীর মর্মা‌ন্তিক মৃত‌্যু পাথারকা‌ন্দি-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

১ মে

সোমবার 

কদমতলা প্রতিনিধিঃ আদম‌টিলার পর এবার এগারো হাজার ভোল্টের বিদ‌্যু‌তের তারের সংস্পর্শে এসে মর্মা‌ন্তিক মৃত‌্যু হল পাথারকা‌ন্দির ভুবরিঘাট বাগানের ‌দেশয়া‌লি লাই‌নের বা‌সিন্দা তথা সরকা‌রি বিদ্যুৎ কর্মী দীপু বিনের।এ কা‌ন্ডে বিদ্যুৎ বিভাগের চরম 

উদাসীনতা‌কে দা‌য়ি কর‌লেন স্থানীয়রা।ঘটনার বিবর‌নে প্রকাশ প্রতি‌দি‌নের ন‌্যায় গতকাল বিকেলে আট‌ত্রিশ বছ‌রের বিদ‌্যুত কর্মী দীপু সেখানকার স্টাফ লাইনে কাজ করতে গে‌লে বিপ‌ত্তি ঘ‌টে।পা‌শে থাকা মাথার উপর দি‌য়ে ব‌হে যাওয়া এগারো হাজার ভোল্টের বিদ‌্যু‌তের লাইনে অসাবধানতাবশত তার হা‌তের সংস্পর্শ হ‌লে অকুস্থ‌লে প্রাণ হারান ‌বিদ‌্যুত কর্মী দীপু।প‌রে তাকে স্থানীয়রা উদ্ধার ক‌রে পাথারকান্দি সামু‌হিক হস‌পিট‌্যা‌লে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে 

                   হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

ঘোষণা করেন।ঘটনার পর বিষয়‌টি বিদ‌্যুত বিভা‌গের নজ‌রে আনা হ‌লেও তারা প্রথ‌মে তার কোন খোঁজ নেন‌নি ব‌লে অ‌ভি‌যোগ।ঘটনার প্রায় তিন ঘন্টা পর মৃ‌তের খোঁজ নেন স্থানীয় এ‌পি‌ডি‌সিএলের এসডিই।ফ‌লে রাতভর মৃত‌দেহ প‌ড়ে থা‌কে হস‌পিট‌্যা‌লে। আজ সোমবার সকা‌লে পাথারকা‌ন্দি পু‌লিশ মৃত‌দেহ নি‌জে‌দের জিম্মায় নি‌য়ে ময়না তদ‌ন্তের জন‌্য জেলা অসাম‌রিক হস‌পিট‌্যা‌লে প্রের‌ণের খবর পাওয়া গে‌ছে।ত‌বে এ 

সংবাদ সংগ্রহ পর্যন্ত মৃত‌দেহ ময়না তদ‌ন্ত শে‌ষে বা‌ড়ি‌তে এ‌সে পৌছার খবর পাওয়া যায়‌নি।মৃ‌তের স্ত্রী সহ আ‌ত্মিয় স্বজন র‌য়ে‌ছেন।উক্ত অসহায় প‌রিবার‌কে সরকা‌রি সাহ‌ায‌্য সহ এলাকার প্রতি‌টি বিপদসঙ্কুল বিদ‌্যু‌তের লাইন সারাই‌য়ের জন‌্য স্থানীয়রা সিও ডি‌সি এ‌জিএম ডি‌জিএম সহ বিধায়‌কের হস্ত‌ক্ষেপ কামনা ক‌রে‌ছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu