১ মে
সোমবার
ধর্মনগর প্রতিনিধিঃ পাচারের পথে ধর্মনগর থানার হাতে হেরোইন সমেত আটক তিন পাচারকারী।পাচারের পথে পুলিশের হাতে তেরো গ্রাম
হেরোইন সমেত আটক তিন পাচারকারী। ধৃতরা যথাক্রমে সুব্রত দাস পিতা শৈলেন্দ্র দাস,বাহার মিয়া ও রাজেশ দাস। তাদের মধ্যে প্রথম দুজনের বাড়ি পানিসার ও ধর্মনগরে।অপর পাচারকারীর বাড়ি কুমার ঘাটে। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানাধীন সোনারু বাসা এলাকায়। জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে শনিবার রাত সাড়ে নয়টা নাগাদ ধর্মনগর থানার পুলিশ
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
ধর্মনগর -কদমতলা সড়কের সোনারু বাসা এলাকায় অভিযান চালিয়ে তেরো গ্রাম হেরোইন উদ্ধার করতে সক্ষম হয়।সাথে আটক করা হয় হেরোইন পাচার কান্ডে যুক্ত সুব্রত,বাহার ও রাজেশ নামের তিন পাচারকারীকে। এদিকে ধর্মনগর থানার ওসি শিবু রঞ্জন দে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন,
গোপন খবরের ভিত্তিতে অভিযান চালালে উঠে আসে এই সাফল্য। বর্তমানে হেরোইন সমেত ধৃত পাচারকারীরা স্হানীয় থানার হেফাজতে রয়েছে।আর মামলা তদন্ত পক্রিয়াধীন রয়েছে। রবিবার ধৃতদের ধর্মনগর জেলা আদালতে সোপর্দ করা হবে।তবে পুলিশের প্রাথমিক অনুমান পাচারকারীরা একটি সাবানের বাক্সে ভেতরে করে হেরোইন কদমতলা থেকে ঊনকোটি জেলায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
0 মন্তব্যসমূহ