রোড সেফটির উপর ধর্মনগরে সচেতনতা শিবির-Sabuj Tripura

সবুজ ত্রিপুরা

১ মে

সোমবার 

ধর্মনগর প্রতিনিধিঃ শ্রীভূমি বিদ্যাভবন এন এস এস ইউনিট ও উত্তর জেলা পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে ধর্মনগর শহরের কালি দিঘির 

পাড়ে রোড সেফটির উপর এক সচেতনতা শিবির অনুষ্ঠিত হল। সোমবার সকাল এগারোটায় শ্রীভূমি বিদ্যাভবনের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা জেলার পুলিশ ও ট্রাফিক পুলিশের সহযোগিতায় রোড সেফটির উপর সচেতনতার উপর বাইক চালক,আরোহী ও গাড়ি চালকদের সচেতন করেন । তাছাড়া 

                   হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

প্রতিজন চালক ও আরোহীদের হাতে ফুলের তোড়া ও চকলেট তুলে দেন।এদিনের রোড সেফটি সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী, ধর্মনগরের ভারপ্রাপ্ত মহকুমা পুলিশ আধিকারিক সৌম্য দেববর্মা,ধর্মনগর ট্রাফিক দপ্তরের আধিকারিক ও অন্যান্য পুলিশকর্তারা । 

এছাড়াও ছিলেন শ্রীভূমি এন এস এস ইউনিটের প্রোগ্রামিং অফিসার স্বপ্না নাথ । এদিকে পুলিশ সুপার এক সাক্ষাৎকারে জানান,পথ চলতি বাইক চালক,আরোহী ও যান চালকদের সচেতন করতেই এই সচেতনা শিবির। তিনি বলেন,প্রতিজন বাইক চালক ও আরোহীকে আই এস আই যুক্ত হেলমেট পরিধান করতে হবে। আর যান চালকদের সিট বেল্ট পড়তে হবে।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu