উত্তর জেলার কদমতলা স্কুল মাঠে শা‌ন্তিপূর্ণভা‌বে চড়কপূজা ও মেলা-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

২৯ এপ্রিল

শনিবার

কদমতলা প্রতিনিধিঃ নির্ধা‌রিত কার্মসূচি মোতা‌বেক আজ শুক্রবার দিনভরব‌্যাপী বি‌বিধ মাঙ্গ‌লিক কার্য‌ক্রমসহ শিব ভক্ত‌দের নানা অনুষ্ঠান ও পূজার  ম‌ধ্যে দি‌য়ে কদমতলা ব্ল‌ক এলাকার কদমতলা স্কুল মাঠে চড়ক পূজাসহ মেলা অনু‌ষ্ঠিত হয়।পু‌জো‌তে শিব ভক্তরা ‌

চিরাচ‌রিত প্রথায় লাল সালু ধারন ক‌রে ধর্মীয় রী‌তি নী‌তি‌তে শাস্ত্রীয় নাচ গা‌নের মাধ‌্যমে চড়ক গাছ স্থাপনসহ নানা উপাচা‌রে পু‌জো দেন।তাছাড়া এ‌দিন অ‌নে‌কে হাড়‌হিম করা নানা তা‌ন্ত্রিক কারসাজি  প্রদর্শন ক‌রে দর্শক‌দের তাক লা‌গি‌য়ে দেন।উক্ত চড়কপূজা অনুষ্ঠানে সনাত‌নি ভক্তদের ভিড় ছিল  ‌চো‌খে পড়ার মত।

                   হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

এ‌দিন শিব- দুর্গা- কালী -অসুর -সিংহসহ বিভিন্ন ধরনের সা‌জে অ‌নে‌কে অ‌ভিনয় ক‌রে দর্শক‌দের প্রশংসা লাভ ক‌রেন। আ‌গেরদি‌ন অনু‌ষ্ঠিত হয় কালী কাছ ।এ‌তে আগু‌নের কুন্ড সা‌জি‌য়ে নৃত‌্য ক‌রেন কালী।এ‌দি‌কে শুক্রবার চড়ক পূজার পাশাপা‌শি উক্ত মা‌ঠে বিশাল মেলাও ব‌সে।

এ‌তে দুর দুরা‌ন্তের বি‌ভিন্ন দোকানীরা পসরা সা‌জি‌য়ে সামগ্রী বি‌ক্রি ক‌রেন।‌দিনব‌্যাপী চড়ক পূজা ও মেলা নি‌র্বিঘ্নে সম্পন্ন হওয়া‌তে আ‌য়োজক কমিটির সকল সদস্য-সদস‌্যা স্থানীয় প্রশাসনসহ এলাকার জনগণকে ধন‌্যবাদ জানান। রাত নয়'টা পর্যন্ত এই মেলা চলে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu