সবুজ ত্রিপুরা
২৯ এপ্রিল
শনিবার
বক্সনগর প্রতিনিধিঃ ভারতীয় জনতা পার্টি বক্সনগর মন্ডল কমিটির উদ্যোগে বুথ স্ব-শক্তি করন অভিযান জোর কদমে চলছে।উক্ত অভিযান বক্সনগর বিধানসভা ১৫০টি বুথের মধ্যেই হবে।আজ থেকে প্রায় টানা 5 দিন ধরে বক্সনগর এর ১ থেকে ২৫
পর্যন্ত বুথ জোড় সাংগঠনিক প্রতিক্রিয়া কাজ জোর কদমে করে চলছে।প্রত্যেকটি বুথের দলীয় একনিষ্ঠ কার্যকর্তাদের নিয়ে মূলত সাংগঠনিকবৈঠক।অর্থাৎ বুধ ভিত্তিক সাংগঠনিক শক্তির উপর নির্ভর করে দলের জয় পরাজয় নির্ভর করে।আগামী ২০২৪ সামনে জাতীয় লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে আর লোকসভার নির্বাচনকে সামনে রেখে প্রত্যেক বুথেই যাতে ভোটারকে টেনে বুথ বাড়ানো যায় এবং বেশি বেশি ভোটে প্রার্থী জয় লক্ষ্যে পৌঁছানো যায় সেদিক বিচার বিশ্লেষণ করেই সাংগঠনিক ভাবে নিজের গ্রাম শহর নগর পৌরসভা সব জায়গা গুলিতে বিজেপি ভারতীয় জনতা পার্টির জয়কার যেন নিশ্চিত করা যায় তারই অঙ্গ হিসেবে বুধ ভিত্তিক রণ অভিযান। প্রতিটি বুথ এবং গ্রামে দলীয় কার্যকর্তাদের গুরুত্ব ও বক্তব্য তাদের মতামত নিয়ে সাংগঠনিকভাবে বুথের কমিটি নাম অন্তর্ভুক্ত তালিকা নেওয়া হয়েছে।আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বুথ সভাপতি আগে একজন ছিল এবং জেনারেল সেক্রেটার একজন সেখান থেকে তিনজন নির্বাচিত হবে, এক কথায় পুরোই পার্টির পরিচালনা করবে এবং তার উপর নির্ভর করে আগামী দিন দলীয় কার্যক্রম সাংগঠনিক মোকাবেলা দলকে শক্তি থেকে আরো শক্তিশালী
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
করার জন্য মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে ভারতীয় জনতা পার্টি।তেমনি একটি শক্তি করণ করার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, উত্তর কলমচৌড়া টাউন হল প্রাঙ্গনে আজ সকাল ১১ ঘটিকা হইতে শুরু হয় শক্তি কারণ অনুষ্ঠানটি। সত্যি করে অনুষ্ঠানে প্রথমে প্রতিপাদ্জন এবং পর্দায় শ্যামাপ্রসাদ মুখার্জী ভারত মাতার কৃতি মূল্যতে ফুল এবং দুধ না দিয়ে জাতীয় সঙ্গীতের মাধ্যমে আজকের এই অনুষ্ঠান উদ্বোধন করা হয়। মূলত বুচ্ছ শক্তিকরণ মানে দলের মধ্যে যাতে কোন দ্বিধাদ্বন্দ্ব না থাকে একে অপরের পরিপূরক হিসেবে সাংগঠনিক শক্তিশালী করে সাধারণ ভোটারের সঙ্গে কথা বলে কাজ করে আগামী বিধানসভা নির্বাচন পঞ্চায়েত নির্বাচন লোকসভা নির্বাচন যাতে করে প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হতে পারে সেই লক্ষ্যেই অভিযানের মূল কেন্দ্রবিন্দু। আজকের এই বুথ শক্তিকরণ অভিযান উপস্থিত ছিলেন আগরতলা শহরের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত মহোদয়া উপস্থিত ছিলেন অনিল দাস বক্সনগর মন্ডল সদস্য তথা ভেলোয়ারচড় গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিল দাস, মন্ডল সদস্য শক্তি কেন্দ্রের প্রবারই কৃষ্ণ সরকার দীপক সাহা এস সি কমিটির সভাপতি নারায়ন সরকার এবং উত্তর কলমচৌড়া গ্রাম পঞ্চায়েতের
প্রধান সাবিত্রী দাস মহোদয়য়া। আজকে এই ২১, ২২,২৩-২৪ ২৫ পাঁচ টি বুথে সংগঠন নিয়ে আলোচনা করা হয়েছে। সাংগঠনিকভাবে দলে সাজিয়ে দলের মধ্যে সুষ্ঠু সুন্দর সংস্কৃতি গড়ে তোলে সবাই বিজেপি পার্টি কে সসম্মানে সাধারণ মানুষের স্বার্থে গরিব মানুষের স্বার্থে সবার সাবকা সাথ সব্বকা বিকাশে এগিয়ে নিয়ে মজবুত করার লক্ষ্যেই আজকের মূল বিষয়।
0 মন্তব্যসমূহ