সবুজ ত্রিপুরা
৬ মে
শুক্রবার
তেলিয়ামুড়া প্রতিনিধিঃ মালবাহী বোলেরো গাড়ির ধাক্কায় গুরুতর আহত এক পঞ্চায়েত সদস্যা! ঘটনা তেলিয়ামুড়া থানাধীন তুইসিন্দ্রাই এলাকায় শনিবার সকাল নাগাদ। আহত ওই পঞ্চায়েত সদস্যার নাম বৈশাখী দেববর্মা। সংবাদে প্রকাশ,
আসাম-আগরতলা জাতীয় সড়ক ধরে বেপরোয়া ভাবে চালিয়ে আসা TR 01 AQ 1939 নম্বরের একটি মালবাহী বোলেরো গাড়ি তুইসিন্দ্রাই এলাকায় বৈশাখী দেববর্মা নামের এক পথচারী মহিলাকে সজোরে ধাক্কা দেয়। জানা যায়, ওই মহিলা হাওয়াই বাড়ি পঞ্চায়েতের মেম্বার। গাড়ির ধাক্কায় ছিটকে পড়ে ওই পথচারী মহিলা এবং গুরুতর আহত হয়। ঘটনা প্রত্যক্ষ করতে পেরে তৎক্ষণাৎ ছুটে আসে এলাকার লোকজন এবং ঘাতক ওই গাড়িটিকে আটক করে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের,
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
এই দুর্ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা দুর্ঘটনস্থলে পৌঁছে, গাড়ির ধাক্কায় গুরুতর আহত ওই মহিলাকে উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। পরবর্তীতে আহত ওই পঞ্চায়েত সদস্যার অবস্থা গুরুতর হওয়াতে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের জরুরী কালীন বিভাগে
উনার প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য কর্তব্য চিকিৎসক তৎক্ষণাৎ ওই পঞ্চায়েত সদস্যা'কে রাজধানী আগরতলার জি.বি হাসপাতালে রেফার করে দেয়। অন্যদিকে জানা যায়, পুলিশ ঘাতক ওই মালবাহী বোলেরো গাড়িটিকে চালক সমেত আটক করে তেলিয়ামুড়া থানায় নিয়ে আসে।
0 মন্তব্যসমূহ