সবুজ ত্রিপুরা
৬ মে
শুক্রবার
বক্সনগর প্রতিনিধিঃ টাকা দিলেই মৃত ব্যক্তির জায়গা হয়ে যাচ্ছে অন্যের নামে। এটা যেন এক প্রকার ভূতুরে কান্ড। সোনামুড়া মহকুমা শাসক অফিসে এমন টাকার খেলা নতুন কিছু নয়। প্রায় ২৩ বছর আগে মৃত ব্যক্তির জায়গার নথিপত্র হয়ে গেল অন্যের নামে।
সোনামুড়া রাঙামাটিয়া এলাকার আলী হোসেন মোল্লা ১৯৮৮ সালে মৃত্যুবরণ করেন। তার রাঙামাটিয়া ভোলামুড়া এলাকায় প্রায় ছয় কানি টিলা ভূমি রয়েছে। উনার তিন ছেলে দীর্ঘ বছর ধরে ভোগ করে আসছে তাদের পৈতৃক সম্পত্তি। হঠাৎ ২০২০ সালে মৃত আলী হোসেনের ছেলের ঘরের নাতি দিদারুল আলম বাব-দাদা সম্পত্তির নথিপত্র খতিয়ে দেখতে পায়, তাদের নিজেদের দখলকৃত প্রায় ছয় কানি টিলা ভূমি জনৈক অনিল চন্দ্র দাস নামের এক ব্যক্তি ২০২০ সালে তার নিজের নামে জায়গার পর্চা তৈরি করে নিয়েছে। যাতে বলা হয়েছে ২০১১ সালে মৃত আলী হোসেন মোল্লা জায়গা বিক্রি করেছেন। অথচ দেখা যাচ্ছে আলী হোসেন মোল্লা
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
উল্লেখিত তারিখের প্রায় ২৩ বছর আগে অর্থাৎ ১৯৮৮ সালে মৃত্যুবরণ করেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে ব্যক্তি ২৩ বছর আগে মৃত্যুবরণ করলো সে কিভাবে ২৩ বছর পরে জায়গা বিক্রি করবেন? এই কান্ড দেখে হতবাক হয়ে পড়ে মৃত আলী হোসেন মোল্লার তিন ছেলে সহ গোটা পরিবার। তাদের অভিযোগ সোনামুড়া মহকুমা শাসক এবং ডিসি অফিস সহ তহশিলে টাকার বিনিময়ে এই ধরনের কাজ করা হয়েছে। ফলে বর্তমানে তাদের
পরিবারের লোকজন তাদের সেই জমির নিজস্ব কাগজপত্র দেখালেও ডিসি অফিস থেকে কোনো সাড়া দিচ্ছে না। এই নিয়ে জেলা শাসকের দারস্থ হয়েছে দিদারুল আলম। ফলে মহকুমা শাসক অফিসের এমন ভূতুড়ে কান্ড দেখে হতবাক মৃত আলী হোসেন মোল্লার পরিবার সহ এলাকার লোকজন।
0 মন্তব্যসমূহ