ছয় কোটি টাকার ইয়াবা ট্যাবলেটসহ পুলিশের হাতে আটক তিন-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

৬ মে

শুক্রবার

কদমতলা প্রতিনিধিঃ ছয় কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ চুরাইবারি পুলিশের হাতে আটক তিন কুখ্যাত নেশা মাফিয়া। তবে এই বিরাট নেশা সামগ্রী আটকে আবারো সাফল্য পেলেন জেলার পুলিশ সুপার 

ভানুপদ চক্রবর্তী। তিনি উত্তর জেলায় বদলি হয়ে আসার এখনো পনেরো দিন হয়নি ইতিপূর্বেই নেশা সামগ্রী আটকে বড়সড় সাফল্য পেয়েছেন। তিনি যে নেশা মাফিয়াদের তুরুপের ত্রাস তা আবারও প্রমাণ করে দিলেন। তিনি জানান সোনামুড়া থেকে আসা গোপন খবরের ভিত্তিতে তিনি চুরাইবাড়ি থানার পুলিশ বাহিনী নিয়ে চুরাইবাড়ি জাতীয় সড়কের নাকা পয়েন্টে ওৎ পেতে বসে থাকেন। গতকাল গভীর রাতে TR01F-2938 নম্বরের 

                   হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

বলেরো গাড়িটি আসাম গিয়েছিল এই ইয়াবা ট্যাবলেট গুলো রাজ্যে নিয়ে আসার জন্য। যথারীতি আজ শনিবার সকাল আটটা নাগাদ চুরাইবাড়ি নাকা পয়েন্টে আসতেই গাড়িটি আটক করে তল্লাশি করে গাড়ির নিচের গোপন কেবিনে থাকা এই ষাট হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। সঙ্গে শুভঙ্কর দেবনাথ, ইদ্রিস মিয়া ও রজত পালকে আটক করা হয়। তাদের বাড়ি সিপাহীজলা জেলার ধনপুরে। ধৃত তিন কুখ্যাত নেশা মাফিয়ার বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করে জিজ্ঞাসাবাদ জারি রেখেছেন। পুলিশ সুপার আরো জানান, তিনি আসাম পুলিশের সঙ্গে যোগাযোগ করে মূল মাস্টারমাইনকে জালে তুলতে কড়া পদক্ষেপ গ্রহণ করবেন। 

তবে এই বিশাল ইয়াবা ট্যাবলেট গুলির কালোবাজারি মূল্য ছয় কোটি টাকা বলে জানান পুলিশ সুপার। তিনি বলেন এই ট্যাবলেট গুলো শুধু নেশার কাজ করে না তা সেবন করে উঠতি বয়সী যুবকরা সমাজের বিভিন্ন অপরাধমূলক কাজে লিপ্ত থাকে। তাই মুখ্যমন্ত্রীর নেশা মুক্ত ত্রিপুরা গড়তে তিনি এলাকাবাসীদের সহযোগিতায় তা করে চলছেন ।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu