সবুজ ত্রিপুরা
৫ মে
শুক্রবার
পানিসাগর প্রতিনিধিঃ পাঁচ ই মে,সকাল সাত ঘটিকায় ঊনকোটি জেলার পেচারথল থানাধীন নবীনছড়া চাকমা সানাজিক চাগলা পঞ্চায়েত পরিচালিত নবজ্যোতি বুদ্ধ বিহারে অনুষ্ঠিত হয় ২৫৬৭ তম
বুদ্ধ জয়ন্তী উদযাপন অনুষ্ঠান।উক্ত জন্ম জয়ন্তী অনুষ্ঠান কে ঘিরে নবীনছড়া নবজ্যোতি বুদ্ধ বিহার থেকে শুরু হয় ধর্মীয় শোভা যাএা।উক্ত শোভা যাএাতে অংশগ্রহণ করেন বাইক,স্কুটি,অটেরিক্সা ও গাড়ি মিলিয়ে প্রায় হারাজেরও অধিক বুদ্ধ ধর্মীয় ভক্তরা।শোভা যাএা টি নবীনছড়া থেকে শুরু হয়ে আসাম আগরতলা
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
জাতীয় সড়ক ধরে পানিসাগর হয়ে চামটিলা ট্রাফিক পয়েন্ট সংলগ্ন এলাকায় মিলিত হয়।বুদ্ধ ধর্মীয় রীতি মেনে চামঠিলা জুরি নদীর
দশমীঘাটে অনুষ্ঠিত হয় উৎসর্গ সভা।বুদ্ধ ধর্মীয় রীতি অনুযায়ী প্রতি বৎসরের ন্যায় এবারও জুরি নদীতে প্রানীদানের অঙ্গ হিসেবে প্রচুর পরিমাণে মৎস্য করেন বুদ্ধ ধর্মীয় ধর্মপ্রাণ ভক্তরা।সেখান থেকে পুনরায় ফিরে গিয়ে নবীনছড়া নবজ্যোতি বুদ্ধ বিহারে ধর্মীয় অনুষ্ঠানে যোগদেয় ধর্মপ্রাণ ভক্তরা।
0 মন্তব্যসমূহ