করিমগঞ্জে দশ লক্ষা‌ধিক টাকার ড্রাগস সহ আটক দুই-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

৫ মে

শুক্রবার

কদমতলা প্রতিনিধিঃ নেশা সামগ্রীর বিরু‌দ্ধে প্রশাস‌নের জোরদার অ‌ভিযান অব‌্যাহত র‌য়ে‌ছে।‌বি‌শেষ ক‌রে ক‌রিমগ‌ঞ্জের পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের নেতৃ‌ত্বে জেলার স্থা‌নে স্থা‌নে কিছু দিন অন্তর অন্তর ধরা পড়‌ছে সর্বনাশা ড্রাগস সহ পাচারকা‌রিরা।গোপন সুত্রের ভিত্তিতে ক‌রিমগঞ্জ শহরের সন্নিকটে পোয়ামারা 

এলাকার আট নং আসাম-আগরতলা জাতীয় সড়কে নাকা চে‌কিং ব‌সি‌য়ে শুক্রবার কাক‌ভো‌রে বিপুল প‌রিমান ড্রাগস সহ এক গা‌ড়ি চালক‌কে আটক ক‌রে পু‌লিশ।প‌রে এ‌তে জ‌ড়িত আ‌রেকজন‌কে পাকড়াও করা হয়।এ অ‌ভিযান সম্প‌র্কে এসপি পার্থপ্রতিম দাস জানান মিজোরাম থেকে কা‌নিশাই‌লের উ‌দ্যেশ্যে আসা AS10F 4531 নম্ব‌রের একটি অল্ট্রো গাড়িতে তল্লা‌শি কর‌লে গা‌ড়ির বি‌ভিন্ন ‌গোপন খোপ থে‌কে আটচ‌ল্লিশটি সাবানের 

                   হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

বাক্সে মোট পাচ`শ ছেষ‌ট্টি গ্রাম নেশাযুক্ত হেরোইন উদ্ধার হয়।এ‌তে চালক খায়ের মোহাম্মদকে আটক করে জিজ্ঞাসাবাদের ভিত্তিতেই এ‌দিন দ্বি‌তিয় অ‌ভিযা‌নে ড্রাগসের মুল মালিক কানিশাইলের আব্দুল্লা চৌধুরীকে আটক করা হয়।জব্দকৃত ড্রাগ‌সের কা‌লোবাজারী মুল‌্য দশ লক্ষা‌ধিক টাকার মত হ‌বে।ড্রাগসগু‌লো 

মি‌জোরাম থে‌কে সংগ্রহ ক‌রে নিলামবাজা‌রে রে‌খে প‌রে সেখান থে‌কে সু‌যোগ বু‌ঝে ধুব‌ড়ি‌তে পাচা‌রের উদ্দেশ্যে ছিল পাচারকা‌রিরা।পু‌লিশ ধৃত‌দের বিরু‌দ্ধে নিজ থে‌কে এন‌ডি‌পিএস ধারায় মামলা হা‌তে নি‌য়ে তদন্ত জা‌রি রে‌খে‌ছে।এ সংবাদ সংগ্রহ পর্যন্ত ধৃত‌দের সদর থানায় আট‌কে রে‌খে টানা জিঙ্গাসাবাদ কর‌ছে পু‌লিশ।


 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu