সবুজ ত্রিপুরা
৫ মে
শুক্রবার
ধর্মনগর প্রতিনিধিঃ গলায় গামছা দিয়ে আত্মঘাতী এক রঙ মিস্ত্রীর। মৃত রঙ মিস্ত্রীর নাম তপত চক্রবর্তী (২৯) পিতা তাপস চক্রবর্তী। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানাধীন পশ্চিম
দেওয়ানপাশা গ্রামের তিন নং ওয়ার্ডে । জানা গেছে,বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে বারোটা নাগাদ দেওয়ানপাশা গ্রামের বাসিন্দা তপত চক্রবর্তীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ধর্মনগর থানার পুলিশ । পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,নিজ বাড়ি থেকে খানিকটা দূরে একটি গাছে গলায় গামছা দিয়ে ফাঁসি লেগে আত্মঘাতী হয় ঐ রঙ মিস্ত্রী। পরে মৃতদেহ উদ্ধার করে
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
ময়নাতদন্তের জন্য ধর্মনগর জেলা হাসপাতালের মর্গে নিয়ে আসে পুলিশ । শুক্রবার সকালে ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয় । এদিকে পরিবার সূত্রে জানা গেছে,মৃত যুবক পেশায় রঙ মিস্ত্রীর কাজ করতো। তাছাড়া প্রায়শই নাকি ফোনে ব্যস্ত থাকতো সে। তবে কি
কারণে আত্মহত্যার পথ বেছে নিল তা পরিবারের কেউ বোঝে উঠতে পারছেন না । স্হানীয় থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্তে নেমেছে। এখন পুলিশি তদন্তেই এই আত্মহত্যার আসল রহস্য উদঘাটন হতে পারে বলে সকলের ধারণা।পাশাপাশি গোটা ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
0 মন্তব্যসমূহ