দিন দুপুরে চুরি করতে এসে গৃহস্থের হাতে আটক এক চোর-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

১৯ মে

শুক্রবার

ধর্মনগর  প্রতিনিধিঃ দিন দুপুরে জনবহুল এলাকায় চুরি করতে এসে গৃহস্থের হাতে আটক এক চোর। ধৃত চোরের নাম খোকন মিয়া(৫৪)পিতা মান্নান মিয়া। বাড়ি অসমের বদরপুর এলাকায়। সাথে পলাতক 

বদরপুর এলাকার অপর এক চোর। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানাধীন রাজবাড়ীর রানী রাসমণি রোড সংলগ্ন সৎসঙ্গ বিহার আশ্রমের পেছনে।জানা গেছে,বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ সৎসঙ্গ বিহার আশ্রমের পেছনের বাসিন্দা শঙ্কর চন্দ্র সরকারের পরিবারের লোকজনদের অনুপস্থিতির সুযোগ নিয়ে বাড়িতে হানা দেয় চোরের দল। ঠিক তখন 

                   হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন


গৃহস্থ বাড়িতে ফিরে এসে দেখতে পান ঘরের দরজা ভেঙে দুই চোর ঘরের ভেতরে হানা দিয়েছে। পরে গৃহস্থ দুই চোরের মধ্যে এক চোরকে পাকড়াও করতে সক্ষম হলেও অপর চোর পালিয়ে যায়। পরবর্তীতে গৃহস্থ চিৎকার-চেচামচি করলে আশপাশের লোকজন 

ঘটনাস্থলে ছুটে আসেন। তড়িঘড়ি ধর্মনগর থানায় খবর দিলে ঘটনাস্থলে ছুটে আসে স্হানীয় থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থল থেকে ধৃত চোরকে থানায় নিয়ে আসে। সাথে একটি চুরির মামলা রুজু করে পালিয়ে যাওয়া অপর চোরের সন্ধানে মাঠে নামে পুলিশ । এদিকে শুক্রবার ধৃত চোরকে ধর্মনগর জেলা আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে স্হানীয় থানার পুলিশ।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu