সবুজ ত্রিপুরা
১৯ মে
শুক্রবার
কদমতলা প্রতিনিধিঃ গ্রাম প্রধান ও পঞ্চায়েত কতৃপক্ষ টাকার বিনিময়ে অবৈধভাবে সরকারি স্টল বন্টনের অভিযোগ।ক্ষোভে টায়ার জ্বালিয়ে বিকল্প জাতীয় সড়ক অবরোধে বসলো প্রকৃত সব্জি ব্যাবসায়িরা। দুই ঘণ্টা পথ অবরোধের পর সমষ্টি উন্নয়ন
আধিকারিকে আশ্বাসে পথ অবরোধ প্রত্যাহার। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার বিকল্প জাতীয় সড়কের কদমতলা সব্জি বাজারের সামনে। রাজ্যে বিজেপি আইপিএফটি জোট সরকার প্রতিষ্ঠিত হবার পর গরিব কৃষকদের পাশে স্বার্থে বহুমুখী উন্নয়ন করছে। সেক্ষেত্রে কিছু কিছু পঞ্চায়েত জন প্রতিনিধিদের বাড়তি কামাইয়ের জন্য প্রকৃত গরীব কৃষকরা সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।এমনি এই চিত্র দেখা গেল উত্তর কদমতলা সব্জি বাজারে। জানা গেছে,এই বাজারে প্রায় ৫০/৬০ জন সব্জি ব্যাবসায়িরা দীর্ঘদিন যাবৎ রাস্তার পাশে ফুটপাতে রোধ বৃষ্টিতে ভিজে দোকানদারি করে আসছেন। অবশ্য তাঁরা একাধিকবার কদমতলা গ্রাম পঞ্চায়েত কতৃপক্ষের কাছে একটি সরকারি স্টলের দাবি জানিয়েছেন। সম্প্রতি কদমতলা সব্জি বাজারে বারোটি সরকারি স্টল নির্মাণ হয়।তাই একবুক আশা বেঁধে স্থানীয় ব্যাবসায়ীরা ভেবেছিলেন বারোজন ব্যাবসায়ীর স্থায়ী ঠিকানা এবার হবে। কিন্তু বুধবার সাতসকালে চুপি সারে ঐ বারোটি সরকারি স্টল ঘর
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
বন্টন করে নেয় স্থানীয় পঞ্চায়েত কতৃপক্ষ বলে অভিযোগ।পরে ঘটনাটি চাউর হতেই ব্যাবসায়ীরা বাজারে এসে দেখতে পান বারোটি স্টল দখল নিয়ে বসে আছেন কিছু লোকজন।ঐ লোকজন সব্জি ব্যাবসায়িদের জানান,তারা নাকি পঞ্চায়েত কতৃপক্ষকে টাকা দিয়ে স্টল কিনে নিয়েছেন। পরবর্তীতে স্থানীয় ব্যাবসায়ীরা ক্ষোভে ফেটে এদিন দুপুর দেড়টা নাগাদ বিকল্প জাতীয় সড়কের কদমতলা সব্জি বাজারের সামনে টায়ার জ্বালিয়ে রাজপথ অবরোধ করে বসেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কদমতলা থানার পুলিস।পুলিস অবরোধকারীদের অনেক বোঝালেও তাতে কোন কাজ হয়নি।পরে ঘটনাস্থলে ছুটে আসেন কদমতলা ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রনয় দাস সহ স্থানীয় থানার ওসি। অবরোধ স্থলে এসে সমষ্টি উন্নয়ন আধিকারিক অবরোধকারীদের অভিযোগ শোনেন। অবরোধকারীরা অভিযোগ করে বলেন, স্থানীয় পঞ্চায়েত প্রধান সহ পঞ্চায়েত কতৃপক্ষ মোটা টাকার বিনিময়ে সরকারি স্টল গুলি অবৈধভাবে বন্টন করেছেন।পূর্বেও অনুরুপ ভাবে আর্থিক লেনদেনের মাধ্যমে সরকারি স্টল বন্টন করেছিল কদমতলা গ্রাম পঞ্চায়েত কতৃপক্ষ। অবরোধকারীরা আরো বলেন,এই স্টল বন্টনে বাজার সেক্রেটারি কেও অবগত করা হয়নি।আর যাদের কাছে স্টল গুলি বন্টন করেছেন তারা কোনদিন কদমতলা বাজারে সব্জি বিক্রি করেন নি। অবশেষে সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রনয় দাস অবরোধকারী সব্জি ব্যাবসায়ীদের এক প্রতিনিধি দলের সাথে আলোচনায় বসে সমস্যা নিরসনের চেষ্টা করবেন বলে আশ্বস্ত করেন।
তাঁর আশ্বাসে আশ্বস্ত হয়ে অবরোধের দুই ঘন্টা পর অর্থাৎ বিকেল সাড়ে তিনটা নাগাদ পথ অবরোধকারীরা তাদের পথ অবরোধ পত্যাহর করেন।তবে এদিনের পথ অবরোধে ফলে অবরোধ স্থলের দুই পাশে গাড়ির দীর্ঘ লাইন পরিলক্ষিত হয় । বাজার সেক্রেটারি আরো জানিয়েছেন আগামী কাল সকাল এগারোটা নাগাদ কদমতলা গ্রাম পঞ্চায়েত এবং কদমতলা আর ডি ব্লকে ডেপোডেসন দেবেন ।
0 মন্তব্যসমূহ