সবুজ ত্রিপুরা
১৮ মে
বৃহস্পতিবার
বিশালগড় প্রতিনিধিঃ বিশালগড় আমবাগান এলাকায় ঠাকুর ঘর থেকে দুটি গ্যাসের সিলিন্ডার চুরি করে নিয়ে যায় চোরের দল বৃহস্পতিবার ভোর রাতে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিশালগড় থানার ASI সহ পুলিশ, জানাযায় বিশালগড়
আমবাগান এলাকার সতীশ চন্দ্র গোস্বামীর বাড়িতে ঠাকুরের রান্নাঘর থেকে বৃহস্পতিবার ভোর রাতে একটি ভর্তি গ্যাসের সিলিন্ডার ও একটি খালি গেছে সিলিন্ডার চুরি করে নিয়ে যায় চোরের দল। বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে ঘরের দরজা ভাঙ্গা অবস্থায় দেখতে পেয়ে সন্দেহ হলো সতীশ চন্দ্র গোস্বামী ও উনার পরিবারের সদস্যদের যে ঠাকুরের রান্নাঘরে চুরি হয়েছে। ঘরে প্রবেশ করে দেখতে পারেন চোরের দল দুটি সিলিন্ডার চুরি করে নিয়ে যায়। খবর দেওয়া হয় বিশালগড়
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
থানায়, এএসআই প্রদীপ নাট্ট সহ পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায়। উক্ত ঘটনার সমস্ত কিছু লিপিবদ্ধ করে ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্তদের আটক করার তদন্ত চালান। জানাযায় ইদানিং বিশালগড় নেশাই আসক্ত হয়ে যুবকরা এ সমস্ত চুরির কাণ্ড সংঘটিত করে যাচ্ছে বিভিন্ন এলাকায় প্রতিনিয়ত নেশার টাকার যোগাড় করতে না পারায় এই সমস্ত চুরির কাণ্ড করে যাচ্ছে বলে মনে করেন বিশালগড় বাসী।
কেননা, আগে এরকম ভাবে কখনো চুরি কান্ড সংগঠিত হয়নি বিশালগড়ে। প্রতিনিয়ত বিশালগড়ে যেভাবে নেশার রমরমা বাণিজ্য শুরু হচ্ছে ঠিক তেমনি চুরি রাহাজানি ছিনতাইয়ের কারবার বেড়ে যাচ্ছে। প্রশাসন যেন এই সমস্ত বিষয়ে দ্রুত কঠোর পদক্ষেপ গ্রহণ করেন এমনটি দাবি উঠেছে বিশালগড় মহকুমা জুড়ে ।
0 মন্তব্যসমূহ