সবুজ ত্রিপুরা
২৬ এপ্রিল
বুধবার
তেলিয়ামুড়া প্রতিনিধিঃ তেলিয়ামুড়ায় যেন দেশি বন্দুকের ছড়াছড়ি! একের পর এক বন্দুক উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য! ৩ দিনের মধ্যে উদ্ধার দুটি দেশী বন্ধুক। আবারো নিজের গভীর জঙ্গল থেকে উদ্ধার
একটি দেশি গাঁদা বন্দুক। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন ব্রহ্মছড়া এলাকায় খোয়াই নদীর তীরবর্তী এলাকার একটি জঙ্গলে। উল্লেখ্য, আজ থেকে তিন দিন পূর্বেও ব্রহ্মছড়া এলাকার একটি জঙ্গল থেকে একটি দেশি বন্দুক উদ্ধার হয়েছিল। এই বন্দুক উদ্ধারের ঘটনার তিনদিন পেরুতে না পেরেতেই আবারো বুধবার দিন সকাল নাগাদ তেলিয়ামুড়া থানার পুলিশের কাছে খবর আসে তেলিয়ামুড়া থানাধিন ব্রহ্মছড়া এলাকায় খোয়াই নদীর তীরবর্তী এলাকার একটি জঙ্গলে একটি বন্দুক পরে রয়েছে। ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যায় এবং নদীর তীরবর্তী জঙ্গল থেকে সেই দেশি গাঁদা বন্দুকটি উদ্ধার করে তেলিয়ামুড়া থানায় নিয়ে
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
আসে। এবিষয়ে তেলিয়ামুড়া থানার সেকেন্ড ও.সি নন্দন বৈদ্য জানান,,,, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে যে চোরা শিকারি’রা শিকার করার জন্য হয়তো এই বন্দুকটি মজুদ করেছে। কিন্তু তিন দিনের মধ্যে পরপর দুটি বন্দুক উদ্ধারের ঘটনায় রীতিমতো নানাহ প্রশ্ন চিহ্নের জন্ম নিচ্ছে সচেতন মহলে। উল্লেখ্য, আজ থেকে প্রায় মাস দেড়েক পূর্বেও এই ব্রহ্মছড়া বালুছড়া এলাকা থেকে আরও একটি বন্ধু উদ্ধার হয়েছিল।
একের পর এক এই বন্দুক গুলি কোথা থেকে আসছে এবং কি কারনেই ‘বা’ এই বন্দুক গুলি আনা হচ্ছে, এ ব্যাপারে স্পষ্টভাবে এখনো কিছুই জানায়নি পুলিশ। এখন এটাই দেখার বিষয় একের পর এক এই বন্দুক উদ্ধারের ঘটনার নেপথ্যে তদন্ত করে পুলিশ মূল মাস্টারমাইন্ড’কে ধরতে সক্ষম হয় কিনা..?
0 মন্তব্যসমূহ