সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত চোর-Sabuj Tripura

সবুজ ত্রিপুরা

২৬ এপ্রিল

বুধবার

ধর্মনগর প্রতিনিধিঃ গত বৃহস্পতিবার গভীর রাতে ধর্মনগর বাজারে এক চুরির ঘটনায় সিসিটিভি ফুটেজের ছবি দেখে মঙ্গলবার দুপুরে ধর্মনগর 

রেল স্টেশন থেকে এক চোরকে আটক করলো ধর্মনগরের আমজনতা। বলাই মিয়াঁ নামে ওই চোরকে উত্তম মধ্যম দিয়ে তুলে দেওয়া হলো ধর্মনগর থানার পুলিশের হাতে। সে জানায় রাজবাড়ী এলাকার ভাঙা জিনিস ক্রয় করার দোকানের মালিক গৌরাঙ্গ চক্রবর্তীর কাছে সে চুরির জিনিসপত্র গুলি বিক্রি করেছে। এছাড়াও চোরের স্বীকারোক্তিতে শ্মশান কালীবাড়ি রোড থেকে রসুন মিয়াঁ নামে এক ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার হয় চুরির কিছু জিনিসপত্র। এদিকে একই 

                      হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

চোরকে জনতা প্রমাণ সহ চতুর্থ-বার পুলিশের হাতে তুলে দেওয়ায় এবার নড়ে চড়ে বসে পুলিশ। শুরু হয় যুদ্ধকালীন তৎপরতায় বিভিন্ন ভাঙা ও পুরাতন জিনিসপত্র ক্রয়ের দোকানে তল্লাশি। অভিযোগ চুরির জিনিসপত্র গুলি চোরদের থেকে ক্রয় করছে  সেই সকল দোকানদাররা,পুলিশের সঠিক নজরদারি না থাকায় অবাধে চলছে এই দোকান গুলিতে অবৈধ ব্যবসা বলে অভিযোগ উঠছে । পুলিশের অভিযানে এই দোকান গুলিতে বড় মাত্রায় বেশ কিছু সরকারী সাপ্লাইয়ের জিনিসপত্র দেখা গেছে যা ওই দোকান গুলিতে কিভাবে এলো তা জানতে চায় জনগণ। এরপরই একে একে সন্দেহভাজন বেশ কয়েকজনকে তুলে আনা হয় থানায় । এদিকে এই ঘটনায় সন্ধ্যা 

পর্যন্ত চোর পুলিশ খেলা শেষে ধর্মনগর থানার পুলিশ ইনস্পেক্টর রাজু ভৌমিক জানিয়েছেন,এই ঘটনায় বলাই মিয়াঁ,রসুন মিয়াঁ ও গৌরাঙ্গ চক্রবর্তীর বিরুদ্ধে একটি চুরির মামলা গ্রহণ করছে পুলিশ। তবে দোকান মালিক গৌরাঙ্গ চক্রবর্তীকে আটক করা যায়নি। ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu