জলাবাসা-দামছড়া প্রধান সড়কের উপর যান দূর্ঘটনা-Sabuj Tripura

সবুজ ত্রিপুরা

২৬ এপ্রিল

বুধবার

পানিসাগর প্রতিনিধিঃ উওর জেলার পানিসাগর মহকুমার অন্তর্গত ভাল্লুক ছড়া পঞ্চায়েত কার্যালয় সংলগ্ন এলাকায় আজ আনুমানিক দুইটা এিশ মিনিট নাগাদ জলাবাসা-দামছড়া প্রধান সড়কের উপর ঘটে এক যান দূর্ঘটনা। দূর্ঘটনার ফলে গুরুতর 

আহত এক নাবালিকা সহ তিন জন।ঘটনার বিবরনে যানা যায় যে,পানিসাগর মহকুমার বিলথৈ চাদপুর গ্রামের চার নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুল আজিজের পুএ আইনুল হক নিজের টি,আর,০৫ সি,৯৭৫৩ নম্বরের বাইক নিয়ে নিজ স্ত্রী রোজানা বেগম ও ভাগিনী রোহানা বেগম কে নিয়ে দামছড়া থেকে নিজ বাড়িতে ফেরার পথে ঐ এলাকায় পৌছালে বীপরিত দিক থেকে আসা টি,আর,০২ বি,০৩১৬ নম্বরের একটি মারুতি ভ্যান গাড়ি সামনে থাকা একটি ম্যাক্স গাড়িকে ওভার টেক করতে গিয়ে প্রচন্ড গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি কে সজোরে আঘাত করলে ঘটনা স্হলেই তিনজন গুরুতর আহত হয়।দূর্ঘটনার বিকট শব্দে আসপাশ এলাকার লোকজন ছুটে এসে পানিসাগর

                       হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

ফায়ার সার্ভিসে খবর পাটালে তড়ি ঘড়ি তাদের নিয়ে আসে পানিসাগর মহকুমা হাসপাতালে।বাইকে থাকা চালকের স্ত্রীর আঘাত গুরুতর হওয়াতে তাকে স্থানান্তরিত করা হয় ধর্মনগর জেলা হাসপাতালে।দূর্ঘটনার বিষয়ে স্থানীয় এলাকার লোকজন জানান বাইকটিতে অতিরিক্ত 

যাএি এবং গাড়িটির মাএাতিরিক্ত গতিই হলো মুল উৎস।দূর্ঘটনার খবর পেয়ে ঘটনা স্হলে পৌছায় পানিসাগর থানার পুলিশ।জানা গেছে দূর্ঘটনার পরপরই সুযোগ বুঝে ভ্যান চালক পালিয়ে যেতে সক্ষম হলেও দূর্ঘটনা গ্রস্ত গাড়ি ও বাইকটিকে নিয়ে আসে পানিসাগর পুলিশের হেফাজতে। পুলিশ এই নিয়ে একটি দূর্ঘটনার মামলা নিয়ে দূর্ঘটনার আসল রহস্য উদ্ঘাটনে তল্লাশি চালিয়ে যাচ্ছে।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu