NSS 7 Days Spdcial Camp এর উদ্বোধন-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

২৬ এপ্রিল

বুধবার

ধর্মনগর প্রতিনিধিঃ বুধবার উত্তর ত্রিপুরাজেলার অন্তর্গত যুবরাজনগর বিধানসভার দেওয়ানপাশা শ্রীভূমি বিদ্যাভবন দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ে ৭ দিন ব্যাপী NSS 7 Days Spdcial Camp এর উদ্বোধন হয় ৷ 

এইদিন  NSS ক্যাম্পের পতাকা উত্তোলন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রীমতি শিউলি শর্মা ৷ এদিন স্বামী বিবেকানন্দের প্রতিচ্ছবিতে 

                      হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

পুস্পার্ঘ্য এবং প্রদীপ প্রজ্জ্বোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় ৷ উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন উত্তর জেলা পরিষদের জেলা সভাধিপতি শ্রী ভবতোষ দাস ৷ 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাপরিষদের সদস্য শ্রী দীলিপ বর্ধন, জেলা হাসপাতালের চিকিৎসক ডঃ কাবীরি নাথ সহ বিদ্যালয়ের ছাত্রছাত্রী,শিক্ষক শিক্ষিকা সহ আরো বিশিষ্ট ব্যাক্তিবর্গ ৷ এদিন এই অনুষ্ঠানের মধ্য দিয়ে NSS ইউনিটের উদ্যোগে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় ৷ এই রক্তদান শিবিরে মোট ২০ জন রক্তদাতা রক্তদান করেন ৷

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu