দামছড়া এলাকার ত্রিপুরা পুঞ্জিতে গুলি কান্ড-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

২৬ এপ্রিল

বুধবার

কদমতলা প্রতিনিধিঃ ভূমি সংক্রান্ত বিবাদের জন্যই গুলি কান্ডের ঘটনা ঘটেছে বলে জানা যায়। দুষ্কৃতিকারীরা চারটি করে গুলি নিক্ষেপ করে একটি ব্যক্তিকে লক্ষ্য করে। গুরুতর আহত ৩৭ বচ্ছরের মতাউর 

আলী নামের ব্যক্তি। আহত মতাইর আলী ও তার স্ত্রী সায়লা বেগম সংবাদ মাধ্যমকে জানান যে, ভূমি সংক্রান্ত বিবাদের ফলে এই ঘটনাটি সংগঠিত হয়। মতাউর আলী ওয়ার্ড সদস্যের ঘরে ব্যক্তিগত কাজ শেরে নিজের ঘরে আসার সময় সাতজনের অধিক দুষ্কৃতিকারীর দল হটাৎ করে উনার পথ অবরোধ করে উনার উপর 

                      হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

গুলি নিক্ষেপ করলে মতাউর নিজের প্রাণ বাঁচানোর জন্য সেই স্থান থেকে পালানোর চেষ্টা করেও পালাতে পারেননি। কিন্তু তারপরও চার চারটি গুলি উনার উপর লেগে এই কান্ড সংঘটিত হয়। এই চাঞ্চল্যকর ঘটনার পর পুলিশের উচ্চপদস্থ বিভাগীয় সবাই নেমে পড়েছেন তদন্তে। ঘটনার পর মতাউর 

আলীকে প্রথমে রামকৃষ্ণনগর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলেও তার মাথার পেছন দিকে এবং শরীরের পিছন দিকে চারটি জায়গায় গুলি লাগার ফলে সংকটজনক অবস্থায় মতাউরকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতলে প্রেরণ করা হয়েছে। এই ঘটনার পর রাতাবাড়ি পুলিশ তদন্তে নামলেও এখনো অবধি কোন দুষ্কৃতিকে চিহ্নিত  করতে পারেনি বলে জানা যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu