মৃদঙ্গমের ১ম বর্ষপূর্তি উপলক্ষে বর্ষবরণ-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

১৯ এপ্রিল

বুধবার

পানিসাগর প্রতিনিধিঃ উওর জেলার পানিসাগর টাউনহলে অনুষ্ঠিত হয় মৃদঙ্গম কালচারাল একাডেমি আয়োজিত বর্ষবরন অনুষ্টান।প্রদিপ প্রজ্জলনের মাধ্যমে অনুষ্ঠানের শুচনা করেন পানিসাগর 

বিধানসভার বিধায়ক বিনয় ভুষন দাস।সভাপতিত্ব করেন পানিসাগর নগর পঞ্চায়েতের কাউন্সিল পাপিয়া দাস,এছাড়াও উপস্থিত ছিলেন উওর জেলার জেলা সভাধিপতি ভবতোষ দাস,উওর জেলার তথা পানিসাগর মহকুমার বিশিষ্ট কবি,সাহিত্যিক ও লেখক মিলন কান্তি দও,বিশিষ্ট সমাজসেবি রবিন্দ্র নাথ,একাডেমির অধ্যাপক সত্যজিৎ নাথ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।বর্ষবরণ অনুষ্ঠান কে কেন্দ্র করে মঞ্চে অনুষ্ঠিত হয় সংগীত,নৃত্য পরিবেষনা।এছাড়াও বর্ষবরন অনুষ্টান কে ঘিরে মঞ্চে বিশিষ্ট পাঁচ জন কে সংবর্ধনা প্রদান করা হয়।

                      হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

এরা হলেন নবনির্বাচিত বিধায়ক বিনয় ভুষন দাস,বিশিষ্ট কবি ও সাহিত্যিক সম্মাননা মিলন কান্তি দও,বিশিষ্ট অভিবাবক সম্মাননা রবিন্দ্র নাথ,বিশিষ্ট সংগীত গুরু সম্মাননা পার্থ প্রতিম নাথ এবং মহকুমার বিশিষ্ট সংবাদ কর্মী দয়ানন্দ চৌধুরী মহাশয়েরা।পাশাপাশি অনুষ্ঠান মঞ্চে সংগীত পরিবেশন করেন পানিসাগর বিধানসভার বিধায়ক বিনয় ভুষন দাস।দিনটি উদযাপনের মর্মার্থ নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন বিশিষ্ট 

কবি ও সাহিত্য মিলন কান্তি দও মহাশয়।পরিশেষে তিনি ওনার সাহিত্যের ভাষায় সংস্কৃতি কে মানব জীবনের জীবন দায়ী ঔষধ বলে আখ্যায়িত করেন।তার ছাড়াও সংস্কৃতি কে মানব সভ্যতার বৃক্ষের ফুল বলেও আখ্যায়িত করেন।কচিকাঁচা সংগীত ও নৃত্য শিল্পীদের পরিবেশনার মধ্য দিয়ে বর্ষবরন অনুষ্টানটিকে প্রানবন্ত করে তুলা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu