সবুজ ত্রিপুরা
১৯ এপ্রিল
বুধবার
উদয়পুর প্রতিনিধিঃ "রক্ত দিন জীবন বাঁচান" এ স্লোগানকে সামনে রেখে মুখ্যমন্ত্রী আহ্বানে সাড়া দিয়ে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে এলো অল ত্রিপুরা ডক্টর অ্যাসোসিয়েশন গোমতী জেলা কমিটি।
উদয়পুর টেপানিয়া মুখ্য স্বাস্থ্য আধিকারিক কার্যালয় কনফারেন্স হলে অল ত্রিপুরা ডক্টর অ্যাসোসিয়েশন গোমতী জেলার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাতাবাড়ি কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়, অমরপুর কেন্দ্রের বিধায়ক রঞ্জিত দাস, উদয়পুর পৌর পরিষদের পৌরপিতা শীতলচন্দ্র মজুমদার, গোমতী জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নীরমোহন জমাতিয়া,অল
হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন
ত্রিপুরা ডক্টর অ্যাসোসিয়েশন গোমতী জেলা সভাপতি বিশ্বজিৎ পাল সহ আরো অনেকে। প্রতিদিন কোথাও না কোথাও জায়গায় চলছে রক্তের সংকট। রক্তদান মহৎ দান এর থেকে
বড় আর কিছু হতে পারে না। রক্তদানের মধ্যে দিয়ে একজন মূমুর্ষ রোগী কে বাঁচানো সম্ভব। প্রচন্ড দাবদাহের মধ্যে ও রক্তদানের মত মহৎ কর্মসূচি করার জন্য উদ্যোক্তাদের সাধুবাদ জানান রক্তদান শিবিরে উপস্থিত অতিথিরা। এই রক্তদান শিবিরকে কেন্দ্র করে ৫০ জন ডক্টর ও স্বাস্থ্য কর্মী সহ রক্তদাতা রক্ত দান করেন।
0 মন্তব্যসমূহ