ঈদুল ফিতর উপলক্ষে মহিলাদের মধ্যে বস্ত্র বিতরনে প্রতিমা-Sabuj Tripura

সবুজ ত্রিপুরা

১৯ এপ্রিল

বুধবার

বক্সনগর প্রতিনিধিঃ সোনামুড়া মহকুমা অধিকাংশ লোকই মুসলিম ধর্মাবলম্বী লোকের বাস।আর এই মাসটি হচ্ছে মুসলিম ধর্মা লম্বীদের সিয়াম সাধনার মাস মাহে রমজান আত্ম মন দেহ 

শুদ্ধির মাস পবিত্র রমজান চলছে প্রত্যেকটি ঘরে ঘরে।এক মাস অব্দি এই ত্যাগ তিতিক্ষা সাধনা সিয়াম আল্লাহ তালার নিকট মঙ্গলের জন্য প্রার্থনা হিসেবে রমজানের পরিপূর্ণ আত্ম উপলব্ধি দেহ সিদ্ধি মাস মাস হিসেবে আল কোরআনে বর্ণিত আছে এবং হাদিস দলিলে বর্ণিত আছে।আজ ২৬ দিন অতিবাহিত হতে চলছে মাহে রমজান।সেই রমজান শেষে আসবে মুসলিমদের খুশির ঈদ।ঈদ মানেই আনন্দ উল্লাস বিনোদন এবং নানা রঙের যে রঙের পোশাক নিত্য নতুন খাবারের আয়োজন সবকিছু মিলিয়ে একটা নতুন পথ চলার জীবনের স্বাচ্ছন্দ্য খুঁজে পাওয়া নামই ঈদ।আর সেই ঈদ উপলক্ষে অনেক অসহায় দরিদ্র গরিব মজদুর অংশের মহিলারা পুরুষরা অভাব অনটনের কারণে বস্ত্র ক্রয় করতে পারেননি স্বাদ থাকলেও 

                      হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

সাধ্য নেই।উক্ত কথাটুকু বিবেক বিবেচনা করে তাদের কথা চিন্তা করে গরিব অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে নগর পঞ্চায়েতের উদ্যোগে কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক দিদির নেতৃত্বে ৫০০ মুসলিম ধর্মীয় মহিলাদের হাতে বস্ত্র তুলে দেন।বস্ত্র পেয়ে মহিলা আনন্দে খুশিতে ভগবানের কাছে আল্লাহর কাছে প্রার্থনা করলেন দিদির মত প্রত্যেক এলাকাতেই রাজ্যে যাতে এরকম যেন সেবিকা গড়ে ওঠে তাহলে অসহায় গরিব লোক আর দুঃখে কষ্টের দিন কাটাতে হবে না সেই প্রার্থনা টুকু মাহে রমজানের দিনে আল্লাহর নিকট আমরা প্রার্থনা করি। হিন্দু মুসলিম জাতীয় উপজাতি সকল অংশের কাছে রাজ্যের জনপ্রিয় নেত্রী হিসেবে এবং ভারতের কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে দিদির আসন আমাদের মাথার উপরে।দুর্গাপূজা উপলক্ষে ও বস্ত্র বিতরণ করে থাকেন তার এই ধারাবাহিকতা বজায় রেখে ঈদুল ফিতর উপলক্ষে বস্ত্র দানের আয়োজন। আজ বিকাল সাড়ে চারটা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানটি টাউন হলে। আজকের এই মহতী অনুষ্ঠানে তীব্র দাপদহ অসহ্য গরম তাপমাত্রায় সহ্য করেও মহিলারা বস্ত্র নেওয়ার জন্য আনন্দে আসেন দিদির হাত থেকে ঈদ উপলক্ষে নতুন বস্ত্র নেওয়ার জন্য। আগাম ঈদের শুভেচ্ছা প্রীতি অভিনন্দন মঙ্গলময় হোক মুসলিম ধর্ম অবলম্বীদের ঈদ।সেইয বার্তা শুনে দিয়েছেন মুসলিম ধর্ম 

অবলম্বীদের জানিয়ে দুহাত ভরে আশীর্বাদ করেন প্রতিমা দিদি। আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ন্যায় ও প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক মহোদয়া, সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন সারদা চক্রবর্তী, বাই চেয়ারপারসন শাহাজান মিয়া,মন্ডল সভাপতি বিশ্বজিৎ দাস ও সমাজের অন্যান্য বিশিষ্ট কার্যকর্তাগন।ধর্ম যার যার উৎসব সভার সেটাই বস্ত্র অনুষ্ঠানে পরিলক্ষিত হয়।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu