ত্রিপুরা পুলিশ ও আসাম রাইফেলসের ড্রাগস বিরোধি অভিযানে বিশাল সাফল্য-Sabuj Tripura

 

সবুজ ত্রিপুরা

২৫ এপ্রিল

মঙ্গলবার

কদমতলা প্রতিনিধিঃ ত্রিপুরা পুলিশ ও আসাম রাইফেলসের ড্রাগস বিরোধি অভিযানে বিশাল সাফল্য। আগে থেকেই গোপন খবরের 

ভিত্তিতে কদমতলা থানার পুলিশ ও আসাম রাইফেল বাহিনী আসাম -ত্রিপুরা সীমান্ত ওৎ পেতে বসে।অভিযানে আসাম থেকে ত্রিপুরায় ড্রাগস বিক্রি করার উদেশ্য আসা আসামের যুবক সহ জব্দ নিষিদ্ধ হেরোইন। ঘটনা কদমতলা থানাধীন কালাগাঙ্গেরপাড় গ্রামের পাচঁ 

                      হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

নম্বর ওয়ার্ডের জাকির হোসেন ও আলি আলমেদ তাপাদারের বাড়ির সম্মূখে। গোপন সূত্রের ভিত্তিতে কদমতলা পুলিশ ও আসাম রাইফেলসের যৌথ অভিযানে আসামের কাঠালতলী 

এলাকার নজরুল ইসলাম পিতা আতাউর রহমানকে বাইক সমেত আটটি সাবানের বাক্সে মোট ১০২ গ্রাম হেরোইন জব্দ করে। জব্দকৃত হেরোইনের বাজারমূল্য দশ লক্ষাধিক টাকা৷ ধৃত ড্রাগস ব্যাবসায়ীকে অধিক তথ্যের জন্য জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে কদমতলা থানার পুলিশ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Close Menu